Views Bangladesh Logo

সাবেক মেয়র আতিকের ৩ দিনের রিমান্ড

 VB  Desk

ভিবি ডেস্ক

ত্তরা পূর্ব থানার এক মামলায় সাবেক ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলামকে তিন দিনের রিমান্ডে নেয়ার আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।

বুধবার (২২ জানুয়ারি) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিএম ফারহান ইশতিয়াক তদন্ত কর্মকর্তার ১০ দিনের রিমান্ড আবেদনের শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, আতিকুল ইসলামকে জেল থেকে আদালতে আনা হয়। শুনানি শেষে আদালত এই রিমান্ড আদেশ দেন।

গত ১৬ অক্টোবর মোহাম্মদপুর থানার পুলিশ তাকে মহাখালী ডিওএইচএস এলাকা থেকে গ্রেপ্তার করে। পরবর্তীতে তিনটি হত্যা মামলায় তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানো হয়।

মামলার বিবরণী অনুযায়ী, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে মো. ফজলুল করিম নামে এক অংশগ্রহণকারী গুলিবিদ্ধ হন, যা আতিকুল ইসলামের পরিকল্পনায় হয়েছে বলে অভিযোগ। পরে করিমকে হাসপাতালে ভর্তি করা হলে সেদিন সন্ধ্যায় আইসিইউতে তার মৃত্যু হয়।

ফজলুল করিমের ভাই আনোয়ার হোসেন আয়নাল ২১ আগস্ট উত্তরা পূর্ব থানায় একটি মামলা দায়ের করেন।

এর আগে, গত ১৩ নভেম্বর বকুল মিয়া হত্যা মামলায় আতিকুল ইসলামকে পাঁচ দিনের রিমান্ডে নেয়া হয়। সেই রিমান্ড শেষে ২৩ নভেম্বর তাকে আবার কারাগারে পাঠানো হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ