Views Bangladesh Logo

সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার আটক

 VB  Desk

ভিবি ডেস্ক

ওয়ামী লীগ সরকারের সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারকে গ্রেপ্তার করেছে কাফরুল থানা পুলিশ।

শুক্রবার (১৮ অক্টোবর) দিবাগত রাতে রাজধানীর গুলশানের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী গোলাম মোস্তফা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, কোটা সংস্কারের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাাকণ্ডের ঘটনায় দায়ের হওয়া মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

ওসি বলেন, শনিবার তাকে আদালতে সোপর্দ করা হবে।


কামাল আহমেদ মজুমদার ঢাকা-১৫ আসনের সাবেক সংসদ সদস্য।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ