Views Bangladesh Logo

কান উৎসবে সাবেক মিস আয়ারল্যান্ড মাকসুদার গাউন নজর কাড়ল সবার

 VB  Desk

ভিবি ডেস্ক

কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় নজরকাড়া উপস্থিতি ছিল সাবেক মিস আয়ারল্যান্ড মাকসুদা আখতারের। তিনি পরেছিলেন আয়ারল্যান্ডের খ্যাতনামা ডিজাইনার ক্লেয়ার গারভির ডিজাইন করা এক দৃষ্টিনন্দন গাউন।

উৎসবজুড়ে যখন জাঁকজমক আর ফ্যাশনের ছটা, তখন মাকসুদা হাজির হন সাদা রঙের এক রাজকীয় বলগাউনে, যার গায়ে ছিল হীরার মতো ঝিলমিলে অলঙ্করণ ও মুক্তার কাজ। গাউনের এক পাশে ছিল স্নিগ্ধ স্লিট, আর নিচের দিকে সাদা রাফল-এর স্তর, যা পোশাকটিতে এনেছে একসঙ্গে আধুনিকতা আর আভিজাত্যের ছাপ। গ্রীষ্মের আলোয় পোশাকটি যেন আরও উজ্জ্বল হয়ে উঠেছিল।

মাকসুদা গাউনটির সঙ্গে মিলিয়ে পরেছিলেন রূপালী ফুলের আকারের কানের দুল ও একটি রূপার ক্লাচ ব্যাগ। গাউনের নকশার সঙ্গে সামঞ্জস্য রেখে চুলের সাজে ছিল মুক্তার অলঙ্করণ। মেকআপেও ছিল রুচিশীলতা—কালো আইলাইনার আর সাহসী লাল লিপস্টিকে ছিল আত্মবিশ্বাসী এক রূপ। এই সাজগোজের পেছনে ছিলেন মেকআপ আর্টিস্ট ক্রিস্টিনা জয়।

লাল গালিচায় মাকসুদা নতুন নন। ২০১৪ সালে মিস আয়ারল্যান্ড খেতাব জয়ের পর তিনি জ্যামাইকায় মিস আর্থ ইন্টারন্যাশনাল, আরটিই আয়োজিত মিস ইউনিভার্সাল রয়্যালটি, এবং ২০২১ সালে ইউকে টপ মডেল প্রতিযোগিতায় বিজয়ী হন।

আয়ারল্যান্ডের ডিজাইনার ক্লেয়ার গারভির দীর্ঘদিনের অনুরাগী মাকসুদা, বিশ্বমঞ্চে আয়ারল্যান্ডের ফ্যাশনকে তুলে ধরছেন দারুণ নান্দনিকতায়।

ফ্রান্সের দক্ষিণ উপকূলীয় শহরে ১৩ মে থেকে শুরু হয়েছে কান চলচ্চিত্র উৎসবের ৭৮তম আসর। এ উৎসবে ইতোমধ্যে যোগ দিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের নামিদামি সব নির্মাতা, প্রযোজক ও অভিনয়শিল্পী।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ