Views Bangladesh Logo

কর্মীদের সৌদি আরবে যেতে মেনিনজাইটিস টিকা লাগবে না

কর্মী ভিসায় সৌদি আরব যেতে মেনিনজাইটিস টিকা নিতে হবে না, তবে যাঁরা ওমরাহ ও ভ্রমণ ভিসায় দেশটিতে যাবেন, তাঁদের অবশ্যই এ টিকা নিতে হবে।

শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

আজ মঙ্গলবার তিনি বলেন, ওমরাহ ও ভ্রমণ ভিসায় যেসব ব্যক্তি সৌদি আরব যাবেন, তাঁদের ভ্রমণের ১০ দিন আগে এই টিকা নিতে হবে।

এই টিকাসংক্রান্ত নির্দেশনা দিয়ে গতকাল সোমবার বিজ্ঞপ্তি দেয় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

মেনিনজাইটিসের টিকা না পেয়ে পান্থপথে মধ্যপ্রাচ্যগামী বেশি কিছু ব্যক্তি আজ বিক্ষোভ করেন। টিকা নিয়ে একধরনের বিভ্রান্তি সৃষ্টি হয়।

গ্রুপ ক্যাপ্টেন এম কামরুল ইসলাম বলেন, একটি বিষয় পরিষ্কার হতে হবে যে যাঁরা কর্মী ভিসায় সৌদি আরবে যাবেন, তাঁদের মেনিনজাইটিস টিকা লাগবে না। এ বিষয়ে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে গতকাল। এ নিয়ে বিভ্রান্তির অবকাশ নেই।

গতকাল দেওয়া বেবিচকের নির্দেশনায় বলা হয়, সৌদি আরবে ভ্রমণের কমপক্ষে ১০ দিন আগে মেনিনজাইটিসের টিকা নিতে হবে। যাঁরা ওমরাহ বা হজ করতে যাবেন, অথবা ভ্রমণ ভিসায় সৌদি আরব যাবেন, তাঁদের সবার জন্যই এ নিয়ম প্রযোজ্য হবে। ভ্রমণের সময় সেই টিকার সনদ সঙ্গে রাখতে হবে।

ওই নির্দেশনায় আরও বলা হয়, এক বছরের কম বয়সীর এ টিকা লাগবে না। আবার কেউ গত তিন বছরের মধ্যে এই টিকা নিয়ে থাকলে তাঁকে নতুন করে টিকা দিতে হবে না। ১০ ফেব্রুয়ারি থেকে এ নিয়ম কার্যকর হবে বলে বেবিচকের নির্দেশনায় জানানো হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ