Views Bangladesh Logo

দুর্যোগ মোকাবেলার সুযোগ বাড়াতে দ্রুত স্বীকৃতি আদায় জরুরি

Kamrul  Hasan

কামরুল হাসান

জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) সহযোগিতায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, গত ১৬ এপ্রিল ঢাকার একটি হোটেলে 'এস্টাবলিশিং ন্যাশনাল ফ্রেমওয়ার্ক ফর ইন্টারন্যাশনাল সার্চ অ্যান্ড রেসকিউ অ্যাডভাইজরি গ্রুপ (আইএনএসআরএজি) অ্যাক্রেডিটেশন' শীর্ষক এক পরামর্শ কর্মশালার আয়োজন করে।

কর্মশালায় আইএনএসএআরএজি স্বীকৃতি লাভের জন্য একটি জাতীয় কাঠামো নির্মাণের ভিত্তি গড়ার লক্ষ্য নিয়ে কর্মশালাটি আয়োজন করা হয়। সেখানে বাংলাদেশের আন্তর্জাতিক মানের আরবান সার্চ এন্ড রেসকিউ (ইউএসএআর) দক্ষতা অর্জনের প্রচেষ্টার দিকটিও তুলে ধরা হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ মহিববুর রহমান, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব কামরুল হাসান এনডিসি এবং ইউএনডিপি বাংলাদেশের ডেপুটি রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ সোনালি দয়ারত্নে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় সরকারি কর্মকর্তা, উন্নয়ন সহযোগী ও ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স কোঅর্ডিনেশন গ্রুপের (এনডিআরসিজি) সদস্যরা অংশ নেন।

কর্মশালায় বিশেষজ্ঞরা দুর্যোগ মোকাবেলার সক্ষমতা বাড়াতে অ্যাক্রেডিটেশন বা স্বীকৃতি আদায় করার প্রক্রিয়া দ্রুততর করার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা ঘুরে দাঁড়ানোর সক্ষমতা ও প্রস্তুতি ব্যবস্থা জোরদারে সরকার ও উন্নয়ন সহযোগীদের মধ্যে সহযোগিতামূলক প্রচেষ্টার তাৎপর্যের উপরেও জোর দেন।

সভাপতির বক্তব্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মোঃ মহিববুর রহমান, এমপি দুর্যোগ প্রশমন এবং জাতির স্থিতিস্থাপকতা জোরদারে সম্মিলিত প্রচেষ্টার উপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, "মন্ত্রণালয় এক দশকেরও বেশি সময় ধরে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা অথোরিটি প্রতিষ্ঠার জন্য নিবেদিত হয়েছে, স্বীকৃতি প্রক্রিয়াটির ভিত্তি স্থাপন করেছে। আজ আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে, আমরা এই স্বপ্ন পূরণের দ্বারপ্রান্তে রয়েছি। মন্ত্রণালয় জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ হিসেবে কাজ করবে এবং অন্যান্য মন্ত্রণালয়ের সঙ্গে কার্যকরভাবে সহযোগিতা করবে।”

ইউএনডিপি বাংলাদেশের ডেপুটি রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ সোনালি দয়ারত্নে ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স ও অন্যান্য স্টেকহোল্ডারদের সহযোগিতায় সার্চ অ্যান্ড রেসকিউ সক্ষমতা বৃদ্ধিতে ইউএনডিপি’র দীর্ঘদিনের সহযোগিতার কথা তুলে ধরেন।

তিনি বলেন, ”ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নীতি সংস্কারে সহায়তা থেকে শুরু করে ধারাবাহিক সক্ষমতা উন্নয়ন পদক্ষেপে ইউএনডিপি কয়েক দশক ধরে সার্চ অ্যান্ড রেসকিউ (এসএআর) সক্ষমতা বৃদ্ধিতে অবদান রেখে চলেছে। ইউএনডিপি’র জন্য এটি বাংলাদেশে দুর্যোগ ও জলবায়ু স্থিতিস্থাপকতা বিকাশে সরকার ও অন্যান্য পক্ষের সাথে একটি দীর্ঘমেয়াদী যাত্রার অংশ।”

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ