Views Bangladesh Logo

পটুয়াখালীতে ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের পরীক্ষামূলক উৎপাদন শুরু

টুয়াখালীর নরিনকো রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেড (এনআরপিসিএল) ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। ৬৬০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন প্রথম ইউনিটটি কার্যক্রম শুরু করেছে।

শনিবার (১৮ জানুয়ারি) দিবাগত রাত ১২টা ১০ মিনিট থেকে এটি প্রাথমিকভাবে জাতীয় গ্রিডে ১১০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করছে।

বিদ্যুৎকেন্দ্রের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আশরাফ উদ্দিন রোববার (১৯ জানুয়ারি) এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, প্রথম ইউনিটের সম্পূর্ণ ক্ষমতা ধীরে ধীরে গ্রিডে সংযুক্ত করা হবে। মার্চ মাসের মধ্যে ৬৬০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দ্বিতীয় ইউনিটটি চালু করার কাজ দ্রুত করার চেষ্টা চলছে।

বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক সেলিম ভূঁইয়া বলেন, বিদ্যুৎ উৎপাদন শুরু হলে দেশের বিদ্যুৎ পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হবে বলে আশা করা হচ্ছে।

চীনা সংস্থা নরিনকো ইন্টারন্যাশনাল এবং রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেডের যৌথ উদ্যোগে ৯৫০ একর জমিতে ২৭,০০০ কোটি টাকা ব্যয়ে এনআরপিসিএল প্রকল্পটি বাস্তবায়ন হয়। ২০১৯ সালের আগস্ট মাসে এর নির্মাণ কাজ শুরু হয়।

চ্যালেঞ্জ সত্ত্বেও, বিদ্যুৎকেন্দ্রের কার্যকরী সূচনা কর্মকর্তা ও কর্মীদের উৎসাহের সঙ্গে সম্পন্ন হয়েছে, যা এই প্রকল্পটিকে দেশের বিদ্যুৎ খাতে একটি মাইলফলক হিসেবে বিবেচনা করে।

নানা চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও বিদ্যুৎকেন্দ্রের কার্যক্রম শুরু হওয়ায় সেখানকার কর্মকর্তারা ও কর্মচারীরা কাজকে উৎসাহের সঙ্গে গ্রহণ করেছেন এবং তারা এই প্রকল্পকে দেশের বিদ্যুৎ খাতে একটি মাইলফলক হিসেবে দেখছেন।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ