Views Bangladesh Logo

ডেমরায় স্টিল মিলে বিস্ফোরণ, দগ্ধ ৭

 VB  Desk

ভিবি ডেস্ক

রাজধানীর ডেমরায় একটি মিলে বিস্ফোরণের ঘটনায় সাতজন দগ্ধ হয়েছেন। শনিবার (১ জুন) রাত সাড়ে ৯টার দিকে ডেমরার বাঁশেরপুল এলাকায় জহির স্টিল অ্যান্ড রুলিং মিলে এ ঘটনা ঘটে। পরে দগ্ধদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

দগ্ধরা হলেন-তরিকুল ইসলাম (৩২), সুজন (২৫), আমিনুল ইসলাম (২৫), রনি (৩০), কাঞ্চন (২৮), দিপন দাস (৩০) ও শফিকুল ইসলাম (২৭)।

এ ব্যাপারে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, দগ্ধ চারজনকে ঢাকা মেডিকেলে এবং বাকি তিনজনকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসা দেয়া হচ্ছে। বিষয়টি আমরা ডেমরা থানা পুলিশকে জানিয়েছি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ