লাহোরে বিস্ফোরণের শব্দ, ভারতীয় ড্রোন ভূপাতিত: দাবি পাকিস্তানের
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাজধানী লাহোরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বিস্ফোরণের কারণ সম্পর্কে প্রাথমিকভাবে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।
তবে পাকিস্তানি টেলিভিশন চ্যানেল সামা টিভি দাবি করেছে, পূর্বাঞ্চলের শহরটির ওয়ালটন রোডে একটি ভারতীয় গুপ্তচর ড্রোন ভূপাতিত করা হয়েছে। স্থানীয় পুলিশ কর্মকর্তারাও বিষয়টি নিশ্চিত করেছেন।
আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ড্রোনটি ভারতের ভেতর থেকে পরিচালনা করা হচ্ছিল।
একজন প্রত্যক্ষদর্শীর বরাতে রয়টার্স ও পাকিস্তানের জিও টিভি জানিয়েছে, বৃহস্পতিবার (৮ মে) সকালে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। এতে পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশীর মধ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা আরও বেড়েছে।
এদিকে নিরাপত্তাজনিত কারণে পাকিস্তানের তিনটি গুরুত্বপূর্ণ বিমানবন্দর করাচি, লাহোর এবং সিয়ালকোট থেকে ফ্লাইট চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিএএ) জানিয়েছে, লাহোর ও সিয়ালকোট বিমানবন্দর থেকে স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত কোনো ফ্লাইট ছেড়ে যাবে না বা অবতরণ করবে না। করাচি বিমানবন্দর সম্পর্কিত বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি। তবে নিরাপত্তা সতর্কতার কারণেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
মঙ্গলবার (৬ মে) দিবাগত রাতে পাকিস্তানের ছয়টি শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। তাৎক্ষণিক পাল্টা হামলা চালায় পাকিস্তানও।
পাকিস্তানের আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) দাবি, মসজিদ, শিক্ষাপ্রতিষ্ঠান ও জলবিদ্যুৎ বাঁধ লক্ষ্য করে ভারতীয় হামলায় নারী-শিশুসহ ৩১ জন বেসামরিক নাগরিক নিহত ও ৫৭ জন আহত হন। অন্যদিকে সীমান্তে পাকিস্তানি বাহিনীর গোলাবর্ষণে ১৫ বেসামরিক নাগরিক নিহত ও ৪৩ জন আহত হয়েছেন বলে দাবি ভারতীয় সেনাবাহিনীর। গোলার আঘাতে ভারতীয় এক সেনাও নিহত হয়েছেন বলে জানিয়েছে দ্য হিন্দু।
২২ এপ্রিল ভারত–নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হন, যাদের বেশির ভাগই পর্যটক। এ ঘটনার পেছনে পাকিস্তানের হাত ছিল দাবি করে জবাব দেয়ার ঘোষণা দেয় ভারত। এরপর থেকে কাশ্মীর সীমান্তে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে দফায় দফায় পাল্টাপাল্টি গোলাবর্ষণ চলে আসছে।
উদ্ভূত পরিস্থিতিতে আলোচনার মাধ্যমে উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়ে আসছে আন্তর্জাতিক সম্প্রদায়।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে