হিটস্ট্রোকে ভারতের চার রাজ্যে ৩৬ জনের মৃত্যু
হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে ভারতের চার রাজ্যে অন্তত ৩৬ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে দেশটিতে চলমান লোকসভা নির্বাচনের দায়িত্বে থাকা সরকারি কর্মকর্তা-কর্মচারীও রয়েছেন।
বার্তা সংস্থা ডনের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিব ও শুক্রবার ভারতের বিহার, উত্তরপ্রদেশ, ওড়িষায় ও ঝাড়খণ্ডে এ হতাহতের ঘটনা ঘটে। কর্তৃপক্ষের ধারণা, এসব অঞ্চলে শনিবার পর্যন্ত তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।
এ ব্যাপারে কর্মকর্তারা জানিয়েছেন, মৃতদের মধ্যে বিহারে বৃহস্পতিবার ১৪ জনের মৃত্যু হয়েছে।
তারা আরও জানান, এদের মধ্যে ১০ জন চলমান লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ তত্ত্বাবধানের দায়িত্বে ছিলেন। অনেক নির্বাচনি কর্মকর্তাকে প্রচণ্ড গরমের মধ্যে সারাদিন ডিউটিতে থাকতে হয়, অনেক সময় বাইরেও দাঁড়িয়ে থাকতে হয়।
এ ছাড়াও শুক্রবার উত্তর প্রদেশে হিটস্ট্রোকে নিরাপত্তারক্ষীসহ ৯ জন নির্বাচন কর্মকর্তা-কর্মীর মৃত্যু হয়। সরকারি কর্মকর্তারা এ বিষয়টি নিশ্চিত করেছেন।
তাদের চিকিৎসার দায়িত্বে থাকা চিকিৎসক আর বি কমল সাংবিাদিকদের বলেন, 'যখন তাদের আনা হয় তখন তাদের জ্বর ছিল। এটি হিটস্ট্রোকের কারণেও হতে পারে।
তা ছাড়াও একই কারণে বৃহস্পতিবার ওড়িশার রৌরকেল্লা অঞ্চলের সরকারি হাসপাতালে ১০ জনের এবং ঝাড়খণ্ড রাজ্যে তিনজনের মৃত্যু হয়। এ বিষয়টি নিশ্চিত করে কর্তৃপক্ষ জানায়, স্থানীয় সময় সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত তাপমাত্রা সর্বোচ্চ থাকলে বাইরের কার্যক্রম থেকে বিরত থাকার জন্য পরামর্শ দিচ্ছে।
আইএমডির শুক্রবারের আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, সামনের দিনগুলোতে উত্তরপশ্চিম ও মধ্যাঞ্চলীয় রাজ্যগুলোতে তাপপ্রবাহ নামতে পারে, তবে পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে তা আরও দু’দিন অব্যাহত থাকবে।
ভারতের আবহাওয়া অফিস আরও বলেছে, গ্রীষ্মকালে ভারত যে গড় তাপমাত্রা থাকে, তার তুলনায় চলতি গ্রীষ্মে ভারতের বিভিন্ন রাজ্যে ৪ দশমিক ৫ থেকে ৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস বেশি গরম পড়েছে।
এদিকে প্রচণ্ড গরম-তাপপ্রবাহের মানুষের পাশাপাশি কষ্টে আছে পশু-পাখিরাও। নয়াদিল্লি চিড়িয়াখানার কর্মকর্তারা জানিয়েছেন, গরমের জেরে পাখি, বুনো বানর ও অন্যান্য প্রাণীরা অজ্ঞান হয়ে পড়ছে। এই প্রাণীদের সুস্থ রাখতে খাঁচাগুলোতে পর্যাপ্ত পরিমাণে পানি,বরফ ও পানিসমৃদ্ধ বিশেষ খাবারের ব্যবস্থা করেছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে