Views Bangladesh

Views Bangladesh Logo

বিটিআরসির ৩০ শতাংশ অনুরোধ রাখছে ফেসবুক, ৩ বছরে ৫০ হাজার পোস্ট অপসারণ

Senior  reporter

সিনিয়র রিপোর্টার

বুধবার, ২৬ জুন ২০২৪

ফেইসবুকসহ সোশ্যাল মিডিয়া এবং অনলাইনে ব্যাপকহারে বাড়ছে আপত্তিকর কনটেন্ট ও অপরাধমূলক কার্যক্রম। আর এসব সামাল দিতে তৈরি হচ্ছে বিটিআরসিও।

নিজেদের ‘ডিজিটাল নিরাপত্তা সেল’কে ঢেলে সাজাচ্ছে নিয়ন্ত্রণ সংস্থাটি। বদলানো হচ্ছে জনবল কাঠামো ও কর্মপরিধি।

কী করে ডিজিটাল নিরাপত্তা সেল :

বিটিআরসির এই সেল দেশের গোয়েন্দা সংস্থা, সশস্ত্র বাহিনী, পুলিশসহ ১৯ আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে কাজ করে।

তারা সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইনে রাষ্ট্রবিরোধী, সামাজিক মূল্যবোধ বিরোধী, পর্নগ্রাফি, অনলাইন ক্ষতিকর গেমস, অনলাইন বেটিং বা জুয়া, সাংস্কৃতিক ও ধর্মীয় উসকানিমূলক, উগ্র ও জঙ্গিবাদসহ বিভিন্ন আপত্তিকর কনটেন্ট সরাতে কাজ করে থাকে।

নিয়ন্ত্রণ সংস্থাটি বলছে, এখন সোশ্যাল মিডিয়া, ডোমেইন, অ্যাপ ও ওটিটি প্লাটফর্মসহ ডিজিটাল মাধ্যমে ব্যবহারকারী বেড়েছে অনেক। এর সঙ্গে পাল্লা দিয়ে এখানে বেড়েছে অপব্যবহার ও অপরাধ। তারা আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী ও সরকারি সংস্থা হতে বিপুল সংখ্যায় কনটেন্ট মডারেশনের অনুরোধ পান এবং প্রয়োজনীয় অনুমোদন সাপেক্ষে সে অনুযায়ী ব্যবস্থা নিয়ে থাকেন।

বিটিআরসি জানায়, ডিজিটাল নিরাপত্তা সেল প্রতিদিন গড়ে ১৩০টি পর্যন্ত লিংক বা পোস্ট সরানোর অনুরোধ সংশ্লিষ্ট সোশ্যাল মিডিয়ার রিপোর্ট করে থাকেন।

এখন এই সেলের পদসংখ্যা চার হতে বাড়িয়ে নয় করা হচ্ছে। আর জনবল ২১ থেকে বেড়ে ৩৬ হচ্ছে।

বিটিআরসির চেয়ারম্যান প্রকৌশলী মো. মহিউদ্দিন আহমেদ বলেন, ‘দেশের মানুষ যেন নিরাপদে স্বাচ্ছন্দ্যে ইন্টারনেট ও অনলাইন মাধ্যম ব্যবহার করতে পারে, প্রতারণা ও অপরাধের শিকার না হন সেজন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে বিটিআরসি।

তিনি বলেন ‘বিটিআরসির ডিজিটাল নিরাপত্তা সেলের পদ-জনবল বাড়াতে ইতোমধ্যে অনুমোদন দেয়া হয়েছে। ফলে এই সেল আরও সক্রিয় ও ব্যাপক পরিসরে কাজ করতে পারবে।’

বেটিং বা জুয়ার সাইট-অ্যাপসহ ডিজিটাল মাধ্যমের অপব্যবহার নিয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ‘এই বিষয়গুলো নিয়ে সম্প্রতি আমরা ডিপার্টমেন্ট অব টেলিকম, ন্যাশনাল টেলিকম মনিটরিং সেন্টার, কম্পিউটার কাউন্সিল, বিটিআরসি এবং সাইবার সিকিউরিটি এজেন্সি- সবাইকে নিয়ে বসেছিলাম। যার যতটুকু সক্ষমতা আছে, পুলিশ এবং ইন্টেলিজেন্স, সবাই মিলে সম্মিলিতভাবে একটা ড্রাইভ দিচ্ছি। আরও উচ্চক্ষমতাসম্পন্ন প্রযুক্তি প্রয়োগ করে আমরা কন্টিনিউয়াসলি এগুলো আমরা ব্লক করতে থাকবো। মিডিয়াসহ বিভিন্ন সোর্সে আমরা যেটা পাচ্ছি, সেটা ব্লক করার চেষ্টা করছি।’

৩ বছরে ফেইসবুকসহ সোশ্যাল মিডিয়ার যত কনটেন্ট অপসারণ :


ফেইসবুকসহ সোশ্যাল মিডিয়াগুলোর কাছে বিটিআরসি ৩ বছরে ১ লাখ ৪৯ হাজার ৭০৪টি লিংক বা পোস্ট অপসারণের অনুরোধ পাঠায়। এরমধ্যে সোশ্যাল মিডিয়াগুলো ৫০ হাজার ৫৯৫টি লিংক বা পোস্ট সরিয়েছে।যেখানে লিংক বা পোস্ট অপসারণের হার ৩৩ দশমিক ৮০ শতাংশ।

ওয়েবসাইট বা ডোমেইন বন্ধ করা হয়েছে যতগুলো :

৩ বছরে বন্ধ করা হয়েছে ৫ হাজার ৬৪১টি ওয়েবসাইট ও ডোমেইন। যেগুলোর বিরুদ্ধে আপত্তিকর, অপব্যবহার ও অপরাধমূলক কার্যক্রমের সুনির্দিষ্ট অভিযোগ ছিল।

বেটিং বা জুয়ার সাইট :

সর্বশেষ এক বছরে ২৩৮৭টি ওয়েবসাইট বা ডোমেইন বন্ধ করেছে বিটিআরসি। এই সময়ে অ্যাপস বন্ধের জন্য অনুরোধ করা হয়েছে ২৬৭টির আর বন্ধ হয়েছে ১০৬টি।আর সোশ্যাল মিডিয়াগুলোতে এ সংক্রান্ত পেইজ বা পোস্ট বন্ধের অনুরোধ করা হয়েছে ৯ হাজার ৬৭২টি। বন্ধ হয়েছে ৮ হাজার ২১৩টি।

পর্নগ্রাফি ও আপত্তিকর সাইট :


এক বছরে ১৮৮০ টি ওয়েবসাইট বা ডোমেইন বন্ধ করা হয়েছে। আর সোশ্যাল মিডিয়ার কাছে অনুরোধ গেছে ১০৫৫ টি ইস্যুতে। যেখানে বন্ধ হয়েছে ৭১২টি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ