Views Bangladesh

Views Bangladesh Logo

যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ায় ফেসবুকে নিউজ ট্যাব বন্ধ করছে মেটা

 VB  Desk

ভিবি ডেস্ক

শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার ব্যবহারকারীদের জন্য ফেসবুকে যে আলাদা ‘নিউজ ট্যাব’ আছে সেটা বন্ধ করে দিচ্ছে জনপ্রিয় এই সামাজিক যোগাযোগ মাধ্যমের প্যারেন্ট প্রতিষ্ঠান মেটা। তবে দুই দেশের ব্যবহারকারীরা ফেসবুক ফিডে খবর দেখতে পারবেন বলে জানিয়েছেন তারা।

মেটা জানিয়েছে, সংবাদ পড়তে পাঠক ফেসবুকে যাচ্ছে না বলে এই সিদ্ধান্ত নিয়েছেন তারা।

তারা আরও জানায়, নিউজ ট্যাবে সংবাদ পরিবেশনের জন্য ওই দুই দেশের গণমাধ্যমের সঙ্গে যে চুক্তি আছে সেটি নবায়ন করা হবে না।

বন্ধের কারণ হিসেবে প্রতিষ্ঠানটি জানিয়েছে, অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রে ফেসবুকের নিউজ ট্যাবে গিয়ে খবর পড়ার হার ৮০ শতাংশের বেশি কমে গেছে।

এর আগে গত বছর ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্যের গণমাধ্যমের সঙ্গে চুক্তি নবায়ন না করার ঘোষণা দিয়েছিল মেটা ৷

এ বিষয়ে মেটা বলছে, নিউজ ট্যাব বন্ধ করার কারণে যে অর্থ ও সম্পদ বেঁচে যাবে সেটা এমন কোনো কাজে ব্যবহার করা হবে যা মানুষ ফেসবুকে দেখতে চায়, যার মধ্যে ‘শর্ট ভিডিও রয়েছে’৷

এদিকে মেটার এমন সিদ্ধান্তে এক যৌথ বিবৃতিতে অস্ট্রেলিয়ার কমিউনিকেশন্স মন্ত্রী মিশেল রোল্যান্ড ও অ্যাসিস্টেন্ট ট্রেজারার স্টেফান জোন্স বলেন, ‘মেটার সিদ্ধান্তের কারণে অস্ট্রেলিয়ার গণমাধ্যম উল্লেখযোগ্য আয় হারাবে৷ অস্ট্রেলিয়ার সংবাদ প্রকাশকেরা তাদের কনটেন্টের জন্য ন্যায্য ক্ষতিপূরণ পাওয়ার যোগ্য।’

তারা আরও বলেন, সে কারণে সরকারের পরবর্তী করণীয় কী হবে, তা ঠিক করতে আলোচনা চলছে৷

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ