পুরোনো লাইভ ভিডিও মুছে ফেলবে ফেসবুক
ফেসবুক আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে ব্যবহারকারীদের লাইভ সম্প্রচারের রেকর্ড করা ভিডিও ৩০ দিনের মাথায় মুছে ফেলবে। এই তারিখের পর যারা লাইভ করবেন, তাদের ভিডিও সংরক্ষণ করতে চাইলে ৩০ দিনের মেয়াদ শেষ হওয়ার আগেই ডাউনলোড করতে হবে। বিকল্পভাবে, ভিডিও ক্লিপগুলো রিলস আকারে শেয়ার করা যাবে, তবে রিলসের সর্বোচ্চ ৯০ সেকেন্ডের সীমাবদ্ধতা মেনে নিতে হবে।
মেটা জানিয়েছে, এই পরিবর্তনের কারণ হলো ‘বেশিরভাগ লাইভ ভিডিও সম্প্রচারের প্রথম কয়েক সপ্তাহের মধ্যেই দেখা হয়’ এবং এটি ‘শিল্পের প্রচলিত সংরক্ষণ নীতিমালার সঙ্গে সামঞ্জস্য আনতে ও ফেসবুকে সবার জন্য সর্বাধিক আপডেটেড লাইভ ভিডিও অভিজ্ঞতা নিশ্চিত করতে’ নেয়া হয়েছে।
ফেসবুকে আগে সংরক্ষিত ৩০ দিনের বেশি পুরোনো লাইভ ভিডিওগুলোও মুছে ফেলা হবে। তবে পুরো আর্কাইভ মুছে ফেলার আগে ব্যবহারকারীদের ইমেইল ও অ্যাপে নোটিফিকেশন পাঠানো হবে। একবার নোটিফিকেশন পাওয়ার পর ৯০ দিনের মধ্যে ভিডিও ডাউনলোড বা ট্রান্সফার করার সুযোগ থাকবে। ধাপে ধাপে এই পুরোনো লাইভ ভিডিওগুলো মুছতে থাকবে ফেসবুক।
ফেসবুক ভিডিও সংরক্ষণের জন্য কয়েকটি ডাউনলোড টুলও সরবরাহ করছে। ব্যবহারকারীরা চাইলে নির্দিষ্ট সময়ের মধ্যে থাকা সব ভিডিও একসঙ্গে ডাউনলোড করতে পারবেন। এছাড়া, ভিডিও সরাসরি ক্লাউড স্টোরেজ যেমন ড্রপবক্স বা গুগল ড্রাইভে স্থানান্তর করারও সুযোগ থাকছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে