সাকিব-মাশরাফিকে নিয়ে প্রশ্নে রেগে গেলেন ফাহিম
সাবেক অধিনায়কদের সঙ্গে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ। কিন্তু সভায় আমন্ত্রণ পাননি সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ও সাকিব আল হাসান।
সোমবারের (১৭ ফেব্রুয়ারি) ওই সভা শেষে এই দু্ই কিংবদন্তি ক্রিকেটারকে ঘিরে প্রশ্ন করায় রেগে যান বিসিবি’র পরিচালক নাজমুল আবেদীন ফাহিম। মাশরাফি ও সাকিবকে আমন্ত্রণ জানানো হয়েছিল কি না বা অনলাইনে তারা যুক্ত ছিলেন কি না? এমন প্রশ্ন করাতেই চটে যান তিনি।
ফাহিম বলেন, ‘ডু ইউ হ্যাভ টু... এটা কি করতেই হবে? না… এই প্রশ্নটা কি করতেই হবে…!’
এরপর পরের প্রশ্নে চলে যান এই বোর্ড পরিচালক। পরে যেসব অধিনায়ক সরাসরি উপস্থিত হতে পারেননি, তারা অনলাইনে যুক্ত ছিলেন কি না? এক শব্দের উত্তরে নাজমুল বলেন, ‘ছিল।’
অনলাইনে যুক্ত হয়েছিলেন খালেদ মাসুদ। সাকিব (অনলাইনে যুক্ত) ছিলেন কি না? আবারও এক শব্দে ফাহিম উত্তর দেন, ‘না।’
এর আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফীস জানান, সাবেক অধিনায়কদের সবাই বোর্ড সভাপতির আমন্ত্রণ গ্রহণ করেছেন।
বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানান, বিপিএলসহ নানা বিষয়ে সাবেক অধিনায়কদের কাছ থেকে গুরুত্ব পরামর্শ নিয়েছে বোর্ড। ক্রিকেটের উন্নতিতে তা কাজে লাগবে।
সাবেক অধিনায়কদের মধ্যে গাজী আশরাফ হোসেন, মিনহাজুল আবেদীন, শাহরিয়ার নাফীস, লিটন কুমার দাসসহ সশরীরে নয়জন ছিলেন সভায়।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে