Views Bangladesh

Views Bangladesh Logo

বাংলাদেশে হাইসেন্স এসি ও টিভি বাজারজাতকরণ শুরু করলো ফেয়ার ইলেকট্রনিক্স

 VB  Desk

ভিবি ডেস্ক

শনিবার, ২৩ মার্চ ২০২৪

বাংলাদেশে এয়ার কন্ডিশনার (এসি) ও টেলিভিশন (টিভি) উৎপাদনে বিশ্বখ্যাত ব্র্যান্ড হাইসেন্সের সঙ্গে অংশীদারিত্বের ঘোষণা দিয়েছে বাংলাদেশের কনজ্যুমার ইলেকট্রনিক্স শিল্পের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান ফেয়ার ইলেকট্রনিক্স।

শনিবার (২৩ মার্চ) রাজধানীর গুলশান এভিনিউয়ের ফেয়ার ইলেকট্রনিক্স স্মার্ট প্লাজায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে হাইসেন্সের এসি ও টিভির বাজারজাতকরণ ও বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করে ইলেকট্রনিক্স পণ্য নির্মাতা প্রতিষ্ঠানটি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেয়ার গ্রুপের পরিচালক মুতাসসিম দায়ান।

তিনি বলেন, এসি ও টিভি উৎপাদন, বাজারজাতকরণ ও বিপণনের এই পদক্ষেপের মধ্য দিয়ে ফেয়ার গ্রুপের অগ্রযাত্রায় নতুন মাত্রা যোগ হলো। হাইসেন্স কর্পারেশনের বিশাল পোর্টফোলিও’র আরো বিভিন্ন কনজ্যুমার ইলেকট্রনিকস পণ্য সারা বিশ্বে দারুণ সমাদৃত। পর্যায়ক্রমে হাইসেন্সে-এর অন্যান্য পণ্যও এ দেশেই উৎপাদন ও বিপণন করা হবে।

মুতাসসিম দায়ান আশা প্রকাশ করে বলেন, শিল্পায়ন ও বাণিজ্য বিকাশের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি ও জাতীয় উন্নয়নে ফেয়ার গ্রুপের প্রয়াস হাইসেন্স-কে পাশে পেয়ে আরো বেগবান হবে।

হাইসেন্স কর্পারেশনের শীর্ষ কর্মকর্তা মি. ওয়ং এনলিয়েন জ্যাসন, মি. ল্যু জিয়ানশেং লুই এবং ফেয়ার গ্রুপের চিফ মার্কটিং অফিসার মো: মেসবাহউদ্দিনসহ সিনিয়র কর্মকর্তারা অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

ফেয়ার গ্রুপের চিফ ফিন্যান্সিয়াল অফিসার কাজী নাসির উদ্দিন এফসিএ, হেড অব সাপ্লাই চেইন আরিফুর রহমান, হেড অব বিজনেস স্ট্র্যাটেজি রায়ান রহমান, হেড অব কমিউনিকেশন এন্ড কর্পারেট ফিল্যানথ্রপি হাসনাইন খুরশেদ, হেড অব মার্কটিং জে এম তসলিম কবীর এবং ফেয়ার সলিউশনস লিমিটেডের পরিচালক খন্দকার হাফিজ আল আসাদ-সহ সিনিয়র কর্মকর্তারা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ