Views Bangladesh

Views Bangladesh Logo

বিচারের জন‌্য শেখ হাসিনাকে ফিরিয়ে আনার আহ্বান মির্জা ফখরুলের

District  Correspondent

জেলা প্রতিনিধি

শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪

বিচারের মুখোমুখি দাঁড় করাতে শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনার পদক্ষেপ নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, আমরা ভারত সরকারকে বলেছি, যে গণহত্যা করেছে এবং অসংখ্য হত্যা মামলায় জড়িত এমন একজন খুনিকে আশ্রয় না দিতে। তারা আমাদের সাড়া দেয়নি। আমরা অন্তর্বর্তী সরকারকে অবিলম্বে ভারতে একটি চিঠি পাঠিয়ে দেশকে ধ্বংসকারী শেখ হাসিনাকে বিচারের আওতায় আনার আহ্বান জানাচ্ছি।

শনিবার (২৮ সেপ্টেম্বর) গাজীপুরের কোনাবাড়ি ডিগ্রি কলেজ মাঠে শ্রমিক সমাবেশে তিনি এ কথা বলেন। গাজীপুর জেলা ও শহর শ্রমিকদল এই সমাবেশের আয়োজন করে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেন, হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলেও তার ভূত দেশে রয়ে গেছে। তারা অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে।

সংস্কার কাজ দ্রুত শেষ করার তাগাদা দিয়ে তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারকে আমরা দায়িত্ব দিয়েছি, সব দলের সঙ্গে কথা বলে তাদের একটা সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে হবে। আমরা আশা করবো তারা অতিদ্রুত সংস্কার শেষ করে নির্বাচনের ব্যবস্থা করবে।

তিনি বলেন, আমরা ভোট দিতে চাই এবং নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে সরকার ও সংসদ নির্বাচন করতে চাই।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ