আমার বিরুদ্ধে মামলাটি মিথ্যা: সাইফ আলী খানের উপর হামলাকারী
১৬ জানুয়ারি বান্দ্রার বাড়িতে চুরির চেষ্টার সময় অভিনেতা সাইফ আলী খানের উপর হামলায় অভিযুক্ত বাংলাদেশি নাগরিক শরীফুল ইসলাম শেহজাদ জামিনের আবেদন জানিয়েছেন।
ইন্ডিয়া টুডে জানিয়েছে, তার আইনজীবী অজয় গাওয়ালির মাধ্যমে মুম্বাই দায়রা আদালতে দেয়া জামিনের আবেদনে শেহজাদ দাবি করেন, তিনি কোনো অপরাধ করেননি এবং তার বিরুদ্ধে মামলাটি বানোয়াট।
'এফআইআরটি স্পষ্টতই মিথ্যা এবং তার বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে'- আবেদনে বলা হয়েছে।
তার আইনজীবী যুক্তি দিয়েছেন, সিসিটিভি ফুটেজ এবং কল রেকর্ডসহ সমস্ত গুরুত্বপূর্ণ প্রমাণ সংগ্রহ করেছেন প্রসিকিউশন। এসব প্রমাণের সাথে তার কোনো কারচুপি বা সাক্ষীদের প্রভাবিত করার কোনো ঝুঁকি নেই।
শেহজাদের বিরুদ্ধে ডাকাতির উদ্দেশ্যে সাইফ খানের বাড়িতে প্রবেশ এবং কাঠের অস্ত্র ও একটি হেক্সাব্লেড দিয়ে অভিনেতা ও তার কর্মী গীতার উপর হামলার অভিযোগ রয়েছে। সাইফ খান গুরুতর আহত হন। অস্ত্রের একটি অংশ তার পিঠে আটকে যায়, যার ফলে একাধিক অস্ত্রোপচারের প্রয়োজন হয়। ২১ জানুয়ারি তাকে ছেড়ে দেয়ার আগে তিনি পাঁচদিন হাসপাতালে ছিলেন।
সাইফ খানের কর্মী সদস্য এলিমা ফিলিপের করা মামলাটির শুনানি চলছে বান্দ্রা ম্যাজিস্ট্রেট আদালতে। বান্দ্রা পুলিশ চার্জশিট দাখিল করার পর মামলাটি বিচারের জন্য মুম্বাই দায়রা আদালতে স্থানান্তরিত হবে।
জামিনের আবেদনে আরও যুক্তি দেয়া হয়েছে, শেহজাদের অব্যাহত আটক বিচার-পূর্ব শাস্তির বাইরে কোনো উদ্দেশ্য সাধন করে না। আবেদনকারী তদন্তে সহযোগিতা করেছেন। অতএব, তাকে আরও হেফাজতে রেখে বিচার-পূর্ব শাস্তি ছাড়া আর কোনো কার্যকর উদ্দেশ্য সাধিত হবে না'।
বান্দ্রা পুলিশ এখনও মামলায় চার্জশিট দাখিল করেনি এবং আদালত শিগগিরই শেহজাদের জামিন আবেদনের শুনানি করবেন বলে আশা করা হচ্ছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে