বিদ্যমান সংবিধানের অধীনের সরকারকে বৈধ মনে করি না: ফরহাদ মজহার
বিদ্যমান সংবিধানের অধীনের সরকারকে বৈধ মনে করেন না বলে জানিয়েছেন লেখক ও রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার।
তিনি বলেন, আমি জনগণের পক্ষে কথা বলি। এ সরকারে পক্ষে সবসময় থাকার প্রশ্নই আসে না। সব ধরনের ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই চলবে।
শুক্রবার (১৮ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবের মওলানা মোহাম্মদ আকরম খাঁ হলে ইমাজিনেক্সট ফাউন্ডেশন আয়োজিত ‘জাতীয় সংস্কৃতি: প্রেক্ষিতে নতুন বাংলাদেশ’ শীর্ষক গোলটেবিল আলোচনায় তিনি এসব কথা বলেন।
শিক্ষার্থীদের জুলাই ঘোষণাপত্রের দাবিকে ‘দেশের নতুন গঠনতন্ত্র’ উল্লেখ করে ফরহাদ মজহার বলেন, সংবিধান মানে আইন। ইংরেজ আইন প্রণয়ন করে, জনগণ গঠনতন্ত্র করে; সংবিধান মানেই হচ্ছে উপনিবেশিক শাসন। আপনি লুটের মাফিয়া শ্রেণির পক্ষে, আপনি একটা শাসনতন্ত্র বানাবেন। একটা আইন দিয়ে গরিবদেরকে শোষণ করবেন। সাধারণ মানুষকে শোষণ করবেন। আগের মতোই চলবেন। আর গঠনতন্ত্র মানে জনগণ নিজেরা অংশগ্রহণ করে।
তিনি বলেন, জাতিবাদের একটি রূপ হচ্ছে বাঙালি জাতিবাদ, যার ইতিহাস হচ্ছে ফ্যাসিবাদ। ফ্যাসিবাদ, ফ্যাসিস্ট শক্তি এবং ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে বাংলাদেশে গণঅভ্যুত্থান হয়েছে। সাংস্কৃতিকভাবে ফ্যাসিবাদ বিরোধীতাই আমাদের সংস্কৃতির মূল চরিত্র। সকল প্রকার জাতিবাদের বিরুদ্ধে আমাদের অবস্থান।
ফরহাদ মজহার বলেন, এটা বাঙালি জাতিবাদের পাশাপাশি সব প্রকার ধর্মীয় জাতিবাদের বিরুদ্ধেও অবস্থান। ইসলামে জাতিবাদের স্থান নেই।
তিনি বলেন, পহেলা বৈশাখের মাধ্যমে উৎসবের নজির অন্তর্বর্তীকালীন সরকার দেখিয়েছে। যাতে বাঙালি ছাড়াও ছোট ক্ষুদ্র জাতিগোষ্ঠী অংশগ্রহণ করেছ। এই উৎসবে ধর্মনিরপেক্ষ, ধার্মিক, আস্তিক, নাস্তিক, সনাতন ধর্মালম্বী, বৌদ্ধ ধর্মালম্বী এবং সকলে অংশগ্রহণ করেছে। সবার অংশগ্রহণের মাধ্যমে যে গোষ্ঠীটি তৈরি হয় তাকে জাতি বলা হয়। এটা হচ্ছে রাজনৈতিক জনগোষ্ঠী।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে