Views Bangladesh

Views Bangladesh Logo

বোয়িংয়ের সঙ্গে বিমানকে কথা বলতে নির্দেশ পর্যটনমন্ত্রীর

 VB  Desk

ভিবি ডেস্ক

শনিবার, ২০ এপ্রিল ২০২৪

ড্রিমলাইনার-৭৮৭ মডেলের উড়োজাহাজের বিষয়ে বোয়িংয়ের সাবেক প্রকৌশলীর পক্ষ থেকে উত্থাপিত কারিগরি ত্রুটির বিষয়ে ওই কোম্পানির সঙ্গে দ্রুত কথা বলার জন্য বিমানকে নির্দেশ দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মুহাম্মদ ফারুক খান এমপি।

তিনি আজ শনিবার (২০ এপ্রিল) বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা শফিউল আজিমের সঙ্গে টেলিফোনে আলাপকালে এ নির্দেশনা দেন।

ফারুক খান বলেন, “বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে থাকা ড্রিমলাইনার উড়োজাহাজগুলো নতুন হওয়ায় আপাতত উত্থাপিত কারিগরি সমস্যা নিয়ে আমাদের আতঙ্কিত হওয়ার কিছু নেই।”

তিনি বলেন, “ভবিষ্যতের কথা বিবেচনা করে এবং যাত্রী নিরাপত্তা নিশ্চিত করার স্বার্থে কারিগরি বিষয়গুলো নিয়ে উড়োজাহাজ নির্মাতা কোম্পানি বোয়িংয়ের সঙ্গে দ্রুত কথা বলে বিষয়টি নিষ্পত্তি হওয়া প্রয়োজন। কারণ সরকার ও বিমানের কাছে যাত্রীদের নিরাপত্তাই মুখ্য বিষয়।”

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ