Views Bangladesh Logo

ভাগ্য লেখা হবে এল ক্লাসিকোয়

Mahbub  Sarkar

মাহবুব সরকার

হজ ম্যাচ কীভাবে কঠিন করে জিততে হয়- এটা আরও একবার দেখিয়ে দিল রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠ সান্তিয়াগো বার্নব্যুয় সর্বশেষ ম্যাচে সেল্টা ভিগোর মুখোমুখি হয়েছিল কার্লো আনচেলোত্তির দল। কিলিয়ান এমবাপ্পে ও আরদা গুলার মিলে ৪৮ মিনিটেই ৩-০ গোলে এগিয়ে দিয়েছিল রিয়ালকে; কিন্তু ম্যাচের একপর্যায়ে ৭ মিনিটের ব্যবধানে স্কোর লাইন ৩-২ করে ফেলে সেল্টা ভিগো। সমতাসূচক গোলের একাধিক সম্ভাবনাও জাগিয়েছিল ক্লাবটি। সেটা সম্ভাবনাই থেকে গেছে। ৩-২ স্কোর লাইন নিয়ে ৯০ মিনিট শেষ করার পর গোটা রিয়াল শিবিরই যেন হাঁপ ছেড়ে বাঁচল!

এ যেন আক্ষরিক অর্থেই হাঁপ ছেড়ে বাঁচা! কারণ সব হারানোর রিয়ালের সামনে এখন একমাত্র সম্ভাবনার মঞ্চ যে লা লিগা। প্রবল প্রতিপক্ষ বার্সেলোনার চেয়ে মাদ্রিদের জায়ান্টরা ৪ পয়েন্টে পিছিয়ে আছে বটে। শেষদিকে নাটকীয় কিছু ঘটলে লা লিগা শিরোপা জিততে পারে রিয়াল মাদ্রিদও। নাটকীয়তার শুরু হতে পারে এল ক্লাসিকো দিয়ে। ১১ মে মুখোমুখি হচ্ছে বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ। ৩৪ ম্যাচ শেষে বার্সেলোনার সংগ্রহ ৭৯ পয়েন্ট। সমান ম্যাচ থেকে ৭৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রিয়াল মাদ্রিদ। ১১ মে মৌসুমের শেষ এল ক্লাসিকোয় মুখোমুখি হওয়ার আগে দুই শিবিরে বিপরীতমুখী অবস্থান।

কোপা দেল রে চ্যাম্পিয়ন কাতালান জায়ান্টরা লিগ শিরোপা দিয়ে ‘ডাবলস’ জয় করতে পারে। পথটা প্রশস্ত হবে আরেকটি এল ক্লাসিকো জয়ে। সেক্ষেত্রে দুই দলের ব্যবধান বেড়ে দাঁড়াবে ৭ পয়েন্টে। বাকি তিন ম্যাচে সে ব্যবধান ঘোচানো কঠিন নয়, প্রায় অসম্ভব। অন্যদিকে রিয়াল মাদ্রিদ জিতে গেলে দুই দলের ব্যবধান কমে ১ পয়েন্টে নেমে আসবে। সে ক্ষেত্রে দুদলের হাতে থাকা বাকি তিন ম্যাচ নিয়ে তৈরি হবে রাজ্যের কৌতূহল।

রিয়ালের ঘুরে দাঁড়ানোর প্রচেষ্টায় জল ঢালতে পারলে বার্সেলোনার স্প্যানিশ লিগের মুকুট পুনরুদ্ধার করাটা সময়ের ব্যাপার হয়ে দাঁড়াবে। লা লিগার পর চ্যাম্পিয়ন্স লিগ দিয়ে ট্রেবলও কীর্তি গড়তে পারে ক্লাবটি। অপরদিকে চ্যাম্পিয়ন্স লিগে আর্সেনালের হাতে নাকাল হওয়া রিয়াল মাদ্রিদ কোপা দেল রে ফাইনালে হেরেছে বার্সেলোনার কাছে। নিভু নিভু প্রদীপ হয়ে জ্বলতে থাকা লা লিগার নাগাল না পেলে ব্যর্থতার ষোলোকলা পূর্ণ করবে রিয়াল মাদ্রিদ।

লিগের শুরুতে বার্সেলোনা মসৃণ ছিল বটে, পা হড়কাতেও সময় লাগেনি। দীর্ঘ লিগ যাত্রায় টানা সাত ম্যাচ জয়ের পর বার্সেলোনার উত্থান-পতন শুরু হয়েছিল। সুযোগ নিয়ে একটা সময় লিগ টেবিলের শীর্ষে বসেছিল রিয়াল মাদ্রিদ। সেখান থেকে নিয়মিত পয়েন্ট হারিয়ে শিরোপা ধরে রাখার কাজটা কঠিন করে তোলে রিয়াল মাদ্রিদ। নিকট অতীতে বার্সেলোনা যেন রীতিমতো অপ্রতিরোধ্য হয়ে উঠেছিল। লা লিগার ৫ ম্যাচে প্রথমে গোল হজমের পরও ঘুরে দাঁড়িয়ে পূর্ণ পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে বার্সা। সব প্রতিযোগিতায় ৮ ম্যাচে পিছিয়ে পড়া অবস্থা থেকে ঘুরে দাঁড়িয়ে ম্যাচ জিতেছে ক্লাবটি। স্প্যানিশ সুপার কাপ, কোপা দেল রে ফাইনাল ও চ্যাম্পিয়নস লিগের একটি করে ম্যাচে পিছিয়ে পড়েও জিতেছে বার্সেলোনা।

এল ক্লাসিকর আগে বার্সেলোনাকে এগিয়ে রাখা হচ্ছে। সেটা সাম্প্রতিক পরিসংখ্যানের কারণে। মৌসুমে তিন মোকাবিলায় সব ম্যাচই জিতেছে কাতালানরা। লা লিগার প্রথম লেগে ৪-০, স্প্যানিশ সুপার কাপে ৫-২ এবং কোপা দেল রে ফাইনালে ৩-২ গোলে জিতেছে হ্যান্সি ফ্লিকের বার্সেলোনা। তিন মোকাবিলায় সম্মিলিত স্কোর লাইন দাঁড়াচ্ছে ১২-৪। এ অবস্থায় পরবর্তী এল ক্লাসিকোয় যে কেউ চোখ বুজে বার্সেলোনার পক্ষে বাজি ধরবেন; কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে সব হারানো রিয়াল কিন্তু ক্ষুধার্ত বাঘের মতো এ ম্যাচে ঝাঁপাবে। বার্সেলোনার মতো চ্যাম্পিয়ন্স লিগ মিশন নেই বলে এ দ্বৈরথে রিয়াল মাদ্রিদ খেলবে নির্ভার হয়ে। সে দৃষ্টিকোণ থেকে নাটকীয় কিছুর সম্ভাবনা কিন্তু একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

চলতি লা লিগার পরিসংখ্যান বার্সেলোনাকে উজ্জীবিত করতে পারে। দলীয় পরিসংখ্যানের মতো ব্যক্তিগত পরিসংখ্যানে এগিয়ে আছে কাতালান ক্লাবটির ফুটবলাররা। চলতি লিগে বার্সেলোনা সর্বোচ্চ ২৫ ম্যাচ জিতেছে। সর্বোচ্চ ৯১ গোল করেছে ক্লাবটি। গোল ব্যবধানেও (৫৮) সবার ওপরে হ্যান্সি ফ্লিকের দল। ব্যক্তিগত পরিসংখ্যানে দৃষ্টি রাখলে দেখা যাচ্ছে বার্সেলোনার রবার্ট লেভানডোভস্কি (২৫) সর্বোচ্চ গোল করেছেন। তার ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছেন রিয়াল মাদ্রিদের কিলিয়ান এমবাপ্পে (২৪)। গোল এবং অ্যাসিস্ট মিলিয়ে এমবাপ্পে ও লেভানডোভস্কি কিন্তু সহাবস্থানে (২৭)। সর্বোচ্চ অ্যাসিস্ট করেছেন বার্সেলোনার লামিনে ইয়ামাল (১২)।

পরিসংখ্যানে চোখ রাখলে বার্সেলোনাকেই ফেভারিট মনে হবে; কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে লড়াইটার নাম এল ক্লাসিকো। যে দ্বৈরথ গাণিতিক হিসাবকে ভুল প্রমাণ করে বিস্ময়কর কিছু উপহার দিতে পারে। তেমন কিছু হলে জমে উঠবে লা লিগার শিরোপা লড়াই। দর্শকরাও খুঁজে পাবেন ফুটবলীয় নাটকীয়তার রসদ! রিয়ালের ঘুরে দাঁড়ানোর নাটকীয়তা, কিংবা এল ক্লাসিকোয় বার্সেলোনার অব্যাহত দাপট- পরবর্তী এল ক্লাসিকো হতে যাচ্ছে লা লিগার ভাগ্য নির্ধারক।

মাহবুব সরকার: লেখক ও ক্রীড়া সাংবাদিক

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ