বাবার বিরুদ্ধে ১৬ মাসের সন্তানকে হত্যার অভিযোগ
কুমিল্লার মুরাদনগরে ১৬ মাসের শিশু সন্তানকে হত্যার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত বাবা আবু নাঈমকে (৪৫) আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে মুরাদনগর উপজেলা সদরের উত্তরপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
অভিযুক্ত আবু নাঈম মুরাদনগরে উত্তরপাড়া গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে। তিনি ঢাকার একটি মসজিদে ইমামতি করেন। নিহত শিশু আব্দুল্লাহ ওরফে রাফসান আবু নাঈমের তৃতীয় সন্তান।
স্থানীয়রা জানান, শিশু সন্তান আব্দুল্লাহ জন্ম গ্রহণের শুরু থেকে আবু নাঈম তার সন্তান হিসেবে অস্বীকার করে আসছিল। জন্ম গ্রহণের পর পর সে ওই শিশুটিকে একবার হত্যারও চেষ্টা করেছিল। এ নিয়ে কিছুদিন পরপর পরিবারের মাঝে দ্বন্দ্ব চলছিল। এই ঘটনায় বেশ কয়েকবার সামাজিকভাবে বিরোধ মেটানোর চেষ্টাও করা হয়।
মা শাহিদা আক্তার অভিযোগ করে বলেন, গতকাল থেকে ছেলে আব্দুল্লার জ্বর অনুভব হচ্ছিল। শনিবার সকালে আমার স্বামীকে বলি তাকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি। তখন সে বলে তুমি বাড়িতে থাক আমি নিয়ে যাচ্ছি। তিনি আব্দুল্লাহকে নিয়ে চলে যান। মোবাইল ফোন বন্ধ করে ফেলায় তার সঙ্গে যোগাযোগ করতে পারিনি। দুপুর সাড়ে ১২টার দিকে ছেলেকে মৃত নিয়ে আসেন। আমি চিৎকার করলে স্থানীয়রা তাকে আটক করে। আমার স্বামীই সন্তানকে হত্যা করেছে।’
এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান বলেন, ‘সন্তান হত্যার অভিযোগে পিতা আবু নাঈমকে আটক করা হয়েছে। মৃত্যুর মূল কারণ জানতে শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে