এবার নিজের ১৫ বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা আটক
মিরপুরের পল্লবীর বেগুনটিলা বস্তিতে বাবার দ্বারা ধর্ষণের শিকার হয়েছে ১৫ বছরের এক কিশোরী। বৃহস্পতিবার (২০ মার্চ) ভোরে অভিযুক্ত ইসমাইল (৪২) কে আটক করে পল্লবী থানা পুলিশ।
অভিযোগ রয়েছে, গত ১ মাস ধরে নিজের মেয়েকে ধর্ষণ করে আসছিলেন ইসমাইল। এ বিষয়টি জানতে পেরে স্থানীয়রা তাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপার্দ করে।
এ ব্যাপারে পল্লবী থানার উপ-পরিদর্শক জয় দাস জানান, প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা মিলেছে। ইতোমধ্যেই এ ঘটনায় মামলা রুজু করা হয়েছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে