Views Bangladesh Logo

বোমা বিস্ফোরণে বাবা- ছেলে আহত

 VB  Desk

ভিবি ডেস্ক

গোপালগঞ্জ সদর উপজেলার নিজ বাড়িতে বোমা বিস্ফোরণে বাবা মোঃ সুবাহান মাসুদ (৪০) ও তার শিশু পুত্র মোঃ আব্দুল্লাহ (৫) আহত হয়েছে।

মঙ্গলবার (২৩ এপ্রিল) রাত ৯ টার দিকে এই ঘটনা ঘটে। পরে তাদেরকে উদ্ধার করে রাত পৌনে দুইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে আনা হয়।

তাদের হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী মোঃ রিপন বলেন, ‘প্রতিদিনের মতো কাজ শেষে বাসায় ফেরেন সুবাহান মাসুদ। এ সময় মোটরসাইকেল পার্কিং করার সময় মাটিতে পা রাখতেই একটি বোমার বিস্ফোরণ ঘটে। এতে মাসুদ ও তার পাঁচ বছরের শিশু পুত্রের শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায়।’

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গতরাতে গোপালগঞ্জ থেকে দগ্ধ অবস্থায় শিশুসহ তার বাবাকে হাসপাতালে আনা হলে জরুরি বিভাগে তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।’

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ