Views Bangladesh Logo

পেহেলগামে জঙ্গি হামলা: ভারতে মুক্তি পাচ্ছেনা ফাওয়াদ খানের সিনেমা

 VB  Desk

ভিবি ডেস্ক

কাশ্মীরের অনন্তনাগ জেলার পেহেলগামে ভয়াবহ জঙ্গি হামলার জন্য ভারতে আর মুক্তি পাচ্ছে না পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খানের নতুন সিনেমা ‘আবির গুলাল’। এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, সিনেমাটির প্রচারের জন্য প্রকাশিত গানগুলোও ভারতের ইউটিউব প্ল্যাটফর্ম থেকে সরিয়ে নেয়া হয়েছে।

মূলত আগামী ৯ মে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা ছিল। তবে গত ২২ এপ্রিল দুপুর ২টা ৪৫ মিনিট থেকে ৩টার মধ্যে দক্ষিণ কাশ্মীরের বেইসারান উপত্যকায় লস্কর-ই-তৈয়বার শাখা ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’এর জঙ্গি হামলায় ২৬ জন নিহত এবং বহু মানুষ আহত হওয়ার পর পরিস্থিতি পাল্টে যায়।

এই ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় ফাওয়াদ খানের সিনেমা বয়কটের ডাক ওঠে। সিনেমার দুটি গান ‘খুদায়া ইশক’ ও ‘আংরেজি রঙরাসিয়া’, যেগুলো সারেগামার চ্যানেল এবং প্রযোজনা সংস্থার ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছিল। তবে গান দুটি এখন আর ভারতে দেখা যাচ্ছে না। তৃতীয় গান ‘তাইন তাইন’ মুক্তির অপেক্ষায় থাকলেও তা প্রকাশ করা হয়নি।

ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, পরিচালক আরতি এস বাগদির পরিচালিত ‘আবির গুলাল’ সিনেমার টিজার মুক্তির পর থেকেই বিতর্ক শুরু হয়। মহারাষ্ট্র নবনির্মাণ সেনা (এমএনএস) নেতা রাজ ঠাকরে দাবি করেছিলেন, বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে পাকিস্তানি শিল্পীদের সিনেমা ভারতে মুক্তি দেয়া অনুচিত।

পেহেলগামের হামলার ঘটনায় গভীর শোক প্রকাশ করে ফাওয়াদ খান ইনস্টাগ্রামে লেখেন, ‘পেহেলগামে হামলার খবর শুনে আমি গভীরভাবে মর্মাহত। আমরা ভুক্তভোগী পরিবারগুলোর প্রতি সমবেদনা জানাই এবং তাদের শক্তি ও সুস্থতা কামনা করি।’

উল্লেখ্য, এর আগে বলিউড সিনেমা ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এ অভিনয় করে ভারতীয় দর্শকদের মাঝে জনপ্রিয়তা অর্জন করেছিলেন ফাওয়াদ খান। ‘আবির গুলাল’ সিনেমায় তার সঙ্গে অভিনয় করেছেন বাণী কাপুর, রিদ্ধি দোগরা, লিসা হেডন, ফারিদা জলাল, সোনি রাজদান, পরমিত সেথি এবং রাহুল ভোরা।

এর আগে ২০১৬ সালের উরির সেনাঘাঁটিতে হামলার পর পাকিস্তানি শিল্পীদের হিন্দি সিনেমায় কাজের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল, যা ২০২৩ সালে তুলে নেয়া হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ