Views Bangladesh

Views Bangladesh Logo

ট্রাম্পের ওপর হামলাকারীর পরিচয় প্রকাশ করল এফবিআই

 VB  Desk

ভিবি ডেস্ক

রবিবার, ১৪ জুলাই ২০২৪

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলাকারীর পরিচয় প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের ফেডারেল তদন্ত সংস্থা এফবিআই। যিনি পরবতীতে সিক্রেট সার্ভিস এজেন্টের সদস্যদের গুলিতে নিহত হন। রবিবার (১৪ জুলাই) এক প্রতিবেদনে এসব তথ্য জানায় বার্তা সংস্থা সিএনএন।


সিএনএনের খবরে বলা হয়, ওই হামলাকারীর নাম টমাস ম্যাথিউ ক্রুকস (২০ বছর)।

সংবাদমাধ্যমটি বলছে, এ ঘটনায় রবিবার সকালে এক বিবৃতিতে হামলাকারী ক্রুকসের নাম প্রকাশ করে এফবিআই। সেই সঙ্গে জানানো হয়, তিনি পেনসিলভানিয়ার বেথেল পার্কের বাসিন্দা।

স্থানীয় একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২২ সালে বেথেল পার্ক হাই স্কুল থেকে স্নাতক পাশ করেন ক্রুকস।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, সিক্রেট সার্ভিসের হাতে নিহত হওয়ার আগে সমাবেশের নিরাপত্তা বেষ্টনীর কাছের একটি ভবনের ছাদ থেকে ট্রাম্পকে লক্ষ্য করে গুলি চালায় ক্রুকস।

কর্তৃপক্ষ জানিয়েছে, এ হামলায় সমাবেশে অংশগ্রহণকারী একজন নিহত ও দুইজনের অবস্থা আশঙ্কাজনক।

এ ব্যাপারে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প লেখেন, তার কানের উপরের অংশে একটি গুলি লেগেছে।

যদিও হামলার পর তার প্রচার শিবির থেকে বলা হয়েছে, তিনি নিরাপদে ও ভালো আছেন।

এক ভিডিওতে দেখা গেছে, স্থানীয় সময় শনিবার (১৩ জুলাই) রাতে পেনসিলভানিয়ার বাটলারে নির্বাচনি প্রচারের মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছেন ট্রাম্প। এ সময় হঠাৎ গুলির শব্দ হয়। সঙ্গে সঙ্গে তিনি মঞ্চে বসে পড়েন। দ্রুত ছুটে এসে তাকে ঘিরে ফেলেন সিক্রেট সার্ভিসের সদস্যরা। এ সময় তাঁর সমর্থকদের চিৎকার করতে শোনা যায়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ