মোজাম্বিকে ফেরি ডুবে শিশুসহ ৯০ জনের বেশি নিহত
কলেরা প্রাদুর্ভাব থেকে পালাতে গিয়ে আফ্রিকার মোজাম্বিকের উত্তর উপকূলে ফেরি ডুবে ৯০ জনেরও বেশি নিহত হয়েছেন। ফেরিতে ১৩০ জনের মত যাত্রী ছিলেন। তাদের মধ্যে এখন পর্যন্ত মাত্র পাঁচজনকে উদ্ধার করা হয়েছে।
বার্তাসংস্থা বিবিসির প্রতিবেদনে বলা হয়, ফেরিটি মোজাম্বিকের নামপুলা অঞ্চলের লুংগা থেকে এক দ্বীপে যাচ্ছিল। মূলত ওই এলাকার কলেরা সংক্রমণ থেকে বাঁচতেই ফেরির যাত্রীরা পালিয়ে যাচ্ছিলেন।
ফেরিটিতে অনেক শিশু ছিল। অনেক বেশি মানুষের ভার নিতে না পেরে একপর্যায়ে এটি ডুবে যায়। এখন পর্যন্ত ৯০ জনের মৃত্যু নিশ্চিত করতে পেরেছে কর্তৃপক্ষ।
নামপুলার সেক্রেটারি অফ স্টেট জেইম নেটো বলেছেন, তারা কলেরা প্রাদুর্ভাব থেকে পালিয়ে যাচ্ছিল। নিহতদের মধ্যে অনেক শিশু রয়েছে বলেও জানান তিনি।
নেটো আরও জানান, ফেরিটিতে অনেক ভিড় ছিল এবং সেটি যাত্রী বহনের জন্য অনুপযুক্ত ছিল। তাই এটি ডুবে গেছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে