Views Bangladesh Logo

৯ ঘণ্টা বন্ধের পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফে‌রি চলাচল শুরু

 VB  Desk

ভিবি ডেস্ক

ন কুয়াশার কারণে প্রায় ৯ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফে‌রি চলাচল শুরু হয়েছে। নদী‌তে কুয়াশার ঘনত্ব কে‌টে গে‌লে সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে এই নৌপথে ফে‌রি চলাচল শুরু হয়।

এর আগে রোববার সন্ধ্যারাত থে‌কে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে পদ্মা নদীর অববা‌হিকায় কুয়াশার ঘনত্ব বাড়‌তে থাকে। এতে চ্যানেলের বিকন বাতি ও মার্কিং প‌য়েন্টগু‌লো অস্পষ্ট হ‌য়ে গেলে দুর্ঘটনা এড়াতে সোমবার রাত ১২টা ১০ মি‌নি‌টের দি‌কে ফে‌রি চলাচল বন্ধ ক‌রে দেয় বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।

এ ব্যাপারে দৌলতদিয়া ফেরি টার্মিনালের সহকারী মহাব্যবস্থাপক (বাণিজ্যিক) মোহাম্মদ সালাউদ্দিন বলেন, ‘ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা প্রায় শূন্যে নেমে এসেছিল। তবে এখন পরিস্থিতি উন্নতি হওয়ায় ফেরি চলাচল পুনরায় শুরু হয়েছে। বর্তমানে সব ধরনের নৌযান নিরাপদে চলাচল করছে।’

এদি‌কে দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় দৌলত‌দিয়া প্রা‌ন্তে নদী পা‌রের অ‌পেক্ষায় সিরিয়া‌লে আটকা পড়েছে বেশ কিছু যানবাহন। এ সময় তীব্র শী‌তে ভোগা‌ন্তি‌তে প‌ড়েন যাত্রী ও যানবাহ‌নের চালক‌রা।

বর্তমা‌নে এ রু‌টে ১৫টি ফে‌রি দি‌য়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হ‌চ্ছে। ফে‌রি চলাচল স্বাভা‌বিক থাক‌লে সি‌রিয়া‌লে থাকা যানবাহ‌নের চাপ দ্রুত ক‌মে যা‌বে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ