Views Bangladesh

Views Bangladesh Logo

১৫ বছরের জন্য এনটিটিএন লাইসেন্স পেল ফাইবার এট হোম

 VB  Desk

ভিবি ডেস্ক

বৃহস্পতিবার, ২ মে ২০২৪

দেশের টেলিযোগাযোগ খাতের ন্যাশনওয়াইড টেলিকমিউনিকেশন ট্রান্সমিশন নেটওয়ার্ক (এনটিটিএন) অপারেটর ফাইবার এট হোম-কে ১৫ বছর মেয়াদী নবায়নকৃত এনটিটিএন লাইসেন্স হস্তান্তর করা হয়েছে।

দেশের টেলিযোগাযোগ খাতের নিয়ন্ত্রক কমিশন বিটিআরসি এ লাইসেন্স প্রদান করেছে। বৃহস্পতিবার (২ মে) সকালে রাজধানীর আগারগাঁয়ের বিটিআরসি ভবনে এ লাইসেন্স হস্তান্তর করেন কমিশনের চেয়ারম্যান প্রকৌশলী মো. মহিউদ্দিন আহমেদ। ফাইবার এট হোমের পক্ষে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. রফিকুর রহমান নবায়নকৃত লাইসেন্সটি গ্রহণ করেন।

বিটিআরসি সূত্রে জানা যায়, বিটিআরসি থেকে এ পর্যন্ত ৩টি সরকারি এবং ৩টি বেসরকারিসহ মোট ৬ টি প্রতিষ্ঠানকে এনটিটিএন লাইসেন্স প্রদান করা হয়েছে। বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে ফাইবার এট হোম সর্বপ্রথম লাইসেন্স প্রাপ্ত হয়। ২০০৯ সালের ৭ জানুয়ারি ১৫ বছরের জন্য লাইসেন্স দেয়া হয়। গত ছয় জানুয়ারি লাইসেন্সের মেয়াদ শেষ। মেয়াদ শেষ হওয়ার আগে ১২ নভেম্বর লাইসেন্স প্রতিষ্ঠানটির পক্ষ থেকে লাইসেন্স নবায়নের জন্য আবেদন করা হয়।

লাইসেন্স হস্তান্তর অনুষ্ঠানে কমিশনের ভাইস-চেয়ারম্যান মো. আমিনুল হক, স্পেকট্রাম বিভাগের কমিশনার শেখ রিয়াজ আহমেদ, সিস্টেমস্ অ্যান্ড সার্ভিসেস বিভাগের কমিশনার মো. দেলোয়ার হোসাইন, লিগ্যাল অ্যান্ড লাইসেন্সিং বিভাগের মহাপরিচালক আশীষ কুমার কুন্ডুসহ বিটিআরসি ও প্রতিষ্ঠানটির উধ্বর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ