পাকিস্তানে দুই সম্প্রদায়ের সংঘর্ষে নিহত ৩৩
উত্তর-পশ্চিম পাকিস্তানে সশস্ত্র সুন্নি ও শিয়া সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষে অন্তত ৩৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২৫ জন।
শনিবার (২৩ নভেম্বর) উত্তর-পশ্চিম অঞ্চলের একজন সিনিয়র পুলিশ কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। দেশটির খাইবার পাখতুনখোয়া প্রদেশের জেলা কুররামে মারাত্মক বন্দুক হামলায় ৪২ জন নিহত হওয়ার কয়েকদিন পরই এই সংঘর্ষ হলো।
শিয়া মুসলমানরা সুন্নি সংখ্যাগরিষ্ঠ পাকিস্তানের ২৪০ মিলিয়ন জনসংখ্যার প্রায় ১৫ শতাংশ। দুই সম্প্রদায়ের মধ্যে দীর্ঘদিন ধরে বৈরি সম্পর্ক বিরাজ করছে।
দেশটির অন্যান্য অঞ্চলে দুই সম্প্রদায়ের মধ্যে কিছুটা শান্তিপূর্ণ সম্পর্ক থাকলেও কুররামে উত্তেজনা বেশি। উত্তর-পশ্চিম অঞ্চলের ওই সিনিয়র পুলিশ কর্মকর্তা বলেন, দুই সম্প্রদায়ের সশস্ত্র ব্যক্তিরা দোকান, বাড়িঘর ও সরকারি সম্পত্তিতে আগুন দিয়েছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে