শিগগিরই পিলখানা হত্যাকাণ্ডের বিচারের চূড়ান্ত নিষ্পত্তি হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
শিগগিরই পিলখানা হত্যাকাণ্ডের বিচারের চূড়ান্ত নিষ্পত্তি হবে বলে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘পিলখানায় একটি বড় হত্যাকাণ্ড হয়েছিল। তদন্ত সম্পন্ন করা একটা বিরাট কাজ ছিল। এগুলো শেষ হয়েছে।’
আজ রবিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে বনানীর সামরিক কবরস্থানে পিলখানার শহীদদের কবরে পুস্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘আপনারা দেখেছেন প্রাথমিক একটা বিচার হয়েছে। চূড়ান্ত বিচার হয়তো অল্প দিনের মধ্যে শেষ হয়ে যাবে। এটা সম্পূর্ণ বিচারিক কার্যক্রমের ওপর নির্ভর করছে। আশা করছি, শিগগিরই চূড়ান্ত বিচারটাও আমরা দেখব।’
নিহত সেনা সদস্যদের স্বজনরা আদৌও বিচার দেখে যেতে পারবেন কি-না জানতে চান সাংবাদিকরা। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমিও সেটি বলি, যা কিছু হোক, যেন দ্রুত বিচার হয়। তবে কবে শেষ হবে, সেটা বিচারকরাই জানেন।’
তিনি আরও বলেন, ‘আদালত যে সিদ্ধান্ত নেবেন, সেটিই চূড়ান্ত। আমাদের আদালত এখন স্বাধীন, সেই অনুযায়ী একটি ন্যায্য বিচার হবে, এটাই আমাদের প্রত্যাশা।’
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে