Views Bangladesh Logo

চট্টগ্রামে জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে

 VB  Desk

ভিবি ডেস্ক

ট্টগ্রাম নগরীর টেক্সটাইল মোড় এলাকায় একটি জুতা তৈরির কারখানায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। শুক্রবার (২৯ মার্চ) বিকাল ৪ টা ২০ মিনিটে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে।

বায়েজিদ ফায়ার স্টেশন কন্ট্রোল রুমের ফায়ারকর্মী শিবলি সাদিক জানান, কোরিয়ান মালিকানাধীন ‘রং দ্য ইন্টারন্যাশনাল’ নামের ওই কারখানার ছয়তলা ভবনের দ্বিতীয় তলায় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে ভবনের বিভিন্ন তলায় ছড়িয়ে পড়ে। বায়েজিদ ও আগ্রাবাদ ফায়ার স্টেশনের ৮টি ইউনিট আগুন নেভানোর কাজ করেছে। তবে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

জানতে চাইলে বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় কুমার সিনহা বলেন, ছুটির দিন হওয়ায় কারখানায় কোনো কর্মী ছিলেন না। এতে হতাহতের ঘটনা ঘটেনি। দ্রুত সময়ের মধ্যে ফায়ার সার্ভিসের টিম এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে বলে তিনি জানিয়েছেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ