Views Bangladesh

Views Bangladesh Logo

৬ ঘণ্টার চেষ্টায় খুলনার জুট মিলের আগুন নিয়ন্ত্রণে

 VB  Desk

ভিবি ডেস্ক

বৃহস্পতিবার, ৪ এপ্রিল ২০২৪

খুলনার রূপসার সালাম জুট মিলের আগুন প্রায় ৬ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। এখন চলছে ডাম্পিংয়ের কাজ। বৃহস্পতিবার (৪ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফারুক হোসেন শিকদার।

তিনি বলেন, বুধবার রাত ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে, একই দিন বিকেল সাড়ে ৫টার দিকে জাবুসা এলাকার ওই মিলে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৬টি ও নৌবাহিনীর দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তাৎক্ষণিক আগুন লাগার কারণ এবং হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুকনো পাট হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। ফলে আগুন নেভাতে ফায়ার সার্ভিস সদস্যদের বেশ বেগ পোহাতে হয়।

সালাম জুট মিলের মালিক এম এম এ সালাম বলেন, আগুনে প্রায় ৭৫০ টন রপ্তানি উপযোগী পাটজাত পণ্য, প্রায় ৩৫ হাজার মণ কাঁচা পাট এবং মিলের যন্ত্রপাতি পুড়ে গেছে। সব মিলিয়ে ক্ষতির পরিমাণ ১২৫ কোটি টাকা ছাড়িয়ে যাবে।

খুলনা ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম ইনচার্জ মো. আব্দুল কাদির বলেন, আগুনে অনেক পাট পুড়ে গেছে। তবে কীভাবে আগুন লেগেছে তা এখনো জানা যায়নি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ