Views Bangladesh Logo

উত্তরায় কাঁচাবাজারের আগুন নিয়ন্ত্রণে

 VB  Desk

ভিবি ডেস্ক

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টরের কাঁচাবাজারে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। সোমবার (১১ মার্চ) দিনগত রাত ২টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে তার আগেই বেশকিছু দোকান পুড়ে ছাই হয়ে যায়।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদর দপ্তরের মিডিয়া সেলের স্টেশন অফিসার তালহা বিন জাসিম জানান, উত্তরা, টঙ্গী, কুর্মিটোলা এবং পল্লবী ফায়ার স্টেশনের নয়টি দমকল ইউনিট রাত ২ টা ৪৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে এবং রাত ৩ টা ৪০ মিনিটের দিকে পূর্ণাঙ্গ ভাবে আগুন নেভাতে সক্ষম হন।

এদিকে স্থানীয়রা জানিয়েছেন, আগুনে অনেক দোকান-পাট পুড়ে ছাই হয়ে গেছে।

যদিও তাৎক্ষনিক ভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ