তেজগাঁওয়ে ট্রাকস্ট্যান্ডের আগুন নিয়ন্ত্রণে
রাজধানীর তেজগাঁও এলাকায় একটি ট্রাকস্ট্যান্ডের গ্যারেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের প্রায় আধা ঘণ্টার চেষ্টায় ওই ট্রাকস্ট্যান্ডের গ্যারেজের আগুন নিয়ন্ত্রণে আসে।
রোববার (১২ জানুয়ারি) সকালে ৮টা ৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ৮টা ১০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছানোর পর আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে তারা।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, তেজগাঁও ট্রাকস্ট্যান্ডের কাছে একটি গ্যারেজে আগুন লাগে, যা আসলে একটি দোকান ছিল। অগ্নিকাণ্ডে গ্যারেজে রাখা ছয়টি ট্রাক পুড়ে গেছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে