Views Bangladesh Logo

12 fire service units trying to douse

গজারিয়ায় টি কে গ্রুপের বোর্ড কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট

 VB  Desk

ভিবি ডেস্ক

মুন্সীগঞ্জের গজারিয়ায় টি কে গ্রুপের মালিকানাধীন সুপার বোর্ড কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট।

রোববার (২৪) দুপুর সোয়া ১টার দিকে উপজেলার হোসেন্দী ইউনিয়নের জামালদি এলাকায় এ ঘটনা ঘটে।

এ বিষয়ে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের দায়িত্বরত ফায়ার ফাইটার আব্দুর রহিম সংবাদমাধ্যমকে বলেন, গজারিয়ার অগ্নিকাণ্ডে ফায়ার সার্ভিসের বেশ কয়েকজন আহত হয়েছেন। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করছে।

এ ব্যাপারে গজারিয়া থানা পুলিশের ওসি রাজিব খান সংবাদমাধ্যমকে বলেন, এখনো আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসেনি। আগুন জ্বলছে।

তিনি আরও বলেন, দুপুর দেড়টার দিকে কারখানাতে আগুন লাগার খবর পাই আমারা। প্রাথমে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করলেও আগুনের তীব্রতা বাড়ার সাথে সাথে নারায়নগঞ্জের আদমজী ও কুমিল্লার দাউদকান্দি থেকে ফায়ার সার্ভিসের আরও ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুন নিয়ন্ত্রণে এলে আগুনের সূত্রপাত জানা যাবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ