খিলগাঁওয়ে স’মিল ও গাড়ির গ্যারেজে আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
রাজধানীর খিলগাঁও তালতলা বাজার এলাকায় একটি স’মিল ও গাড়ির গ্যারেজে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের আট ইউনিট।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত সাড়ে সাতটার দিকে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বলেন, খিলগাঁওয়ে দুতলা একটি স’মিল ও পাশে থাকা একটি গাড়ির গ্যারেজে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে আটটি ইউনিট কাজ করছে। আরও তিনটি ইউনিট যাচ্ছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া আগুনে হতাহতের কোনো সংবাদ পাওয়া যায়নি।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে