Views Bangladesh Logo

একই সঙ্গে ভবনের ৩ যায়গায় আগুন লেগেছে: ফায়ার সার্ভিস ডিজি

Manik Miazee

মানিক মিয়াজী

চিবালয়ের আগুন পুরোপুরি নিভলেও এর যথাযথ কারণ এখনও জানা যায়নি। ফায়ার সার্ভিস বলছে, সচিবালয়ের ৭নম্বর ভবনে একই সঙ্গে তিন স্থানে আগুনের সূত্রপাত হয়।

এ ধরণের আগুন লাগা ‘রহস্যজনক’ কি না জানতে চাইলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালকের (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ভিউজ বাংলাদেশকে বলেন, ‘‘আমরা জানতে পেরেছি, তিন জায়গায় একসঙ্গে আগুন দেখা গিয়েছে। ‘রহস্যজনক’ হবে বিষয়টি এমনও না। অনেক সময় বিদ্যুৎ লাইনে শর্ট সার্কিট হলে এটা হতে পারে। তবে আমরা এখন এটা কনফার্ম বলব না। তদন্ত শেষে বিস্তারিত জানানো যাবে। যদি শর্ট সার্কিটের বিষয় হয়ে থাকে, একই লাইনে হয়ে থাকে তাহলে এটা হতে পারে, অন্যথায় না’’

জাহেদ কামাল বলেন, ‘সচিবালয়ের ভেতরে কাঠের ইন্টেরিয়র ডেকোরেশন ও বৈদ্যুতিক লাইনের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।’

এদিকে আগুন লাগার সঠিক কারণ জানতে, মন্ত্রিপরিষদ বিভাগের প্রশাসন ও শৃঙ্খলা শাখার সিনিয়র সহকারী সচিব মো. ইমরান হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে ৭ সদস্যের তদন্ত কমিটি গঠনের কথা জানানো হয়েছে। কমিটিকে আগামী ৭ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

এর আগে বুধবার দিবাগত রাত ১টা ৫২ মিনিটে সচিবালয়ে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। পরে ১টা ৫৪ মিনিট থেকে একে একে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। এ ঘটনায় ফায়ার সার্ভিসের এক কর্মীও নিহত হন।

আশঙ্কা করা হচ্ছে, সচিবালয়ের এ আগুনে পুড়ে যেতে পারে রাষ্ট্রের বিভিন্ন শাখার গুরুত্বপূর্ণ নথি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ