Views Bangladesh Logo

কুষ্টিয়ায় আগুনে পুড়ল সাড়ে ৩ কিলোমিটার এলাকা

 VB  Desk

ভিবি ডেস্ক

কুষ্টিয়ার ভেড়ামারার বাহাদুরপুর ইউনিয়নের রাইটা এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এতে প্রায় সাড়ে তিন কিলোমিটার এলাকার কয়েক হাজার একর পানের বরজসহ আবাদি ফসল এবং প্রায় ১০টি বাড়ি পুড়ে গেছে।

রোববার (১০ মার্চ) বেলা ১১ টার দিকে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের রাইটা পাথর ঘাটা এলাকার একটি পানের বরজে আগুনের সূত্রপাত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, আগুন লাগার পর মুহূর্তে তা এক বরজ থেকে আরেক বরজে ছড়িয়ে পড়ে। এ সময় বাতাসের তীব্রতা থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে প্রায় সাড়ে তিন কিলোমিটার এলাকায়। মানুষের চোখের সামনে পুড়তে থাকে বাড়িঘর, ফসলি খেত ও শত শত বিঘা পানের বরজ। আগুন নেভাতে এলাকার শত শত নারী পুরুষ তাদের সাধ্যমত্য চেষ্টা করেও ফসল ও বাড়িঘর রক্ষা করতে পারেননি।

এদিকে খবর পেয়ে প্রথমে ভেড়ামারা এবং কুষ্টিয়া ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। পরে চুয়াডাঙ্গা, মেহেরপুর এবং পাবনা থেকে আগুন নেভাতে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট।

বিষয়টি নিশ্চিত করে চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিসের উপপরিচালক রফিকুজ্জামান বলেন, ‘প্রায় ৬ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। আগুনের উৎস খুঁজে বের করতে কাজ করা হচ্ছে।’

কুষ্টিয়ার পুলিশ সুপার আব্দুর রকিব বলেন, ‘আগুনে দৈর্ঘ্যে প্রায় সাড়ে ৩ কিলোমিটার এবং প্রস্থে ২ কিলোমিটার এলাকা পুড়ে গেছে। এতে প্রায় ৪ হাজার একর শুধুমাত্র পানের বরজ পুড়ে গেছে।’

‘আগুন নেভানোর কাজে এবং ক্ষতিগ্রস্তদের সার্বিক সহযোগিতায় পুলিশের ২৫০ জন সদস্য কাজ করছেন। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে’ বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ