Views Bangladesh Logo

চাঁদপুরে বাজারে অগ্নিকাণ্ড, ১২ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই

 VB  Desk

ভিবি ডেস্ক

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় একটি স্থানীয় বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১২টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। এদিকে আগুন নেভাতে গিয়ে ১০ জন আহত হয়েছেন।

স্থানীয়রা জানান, শুক্রবার (২১ ফেব্রুয়ারি) ভোর ৪টার দিকে মতলব দক্ষিণ উপজেলা মুন্সিরহাট বাজারে আবদুল বাতেন নামে এক ব্যক্তির চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পড়লে আশপাশের দোকানগুলো আগুনে পুড়ে যায়।

মতলব দক্ষিণের ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোহাম্মদ আলী বলেন, ‘খবর পেয়ে তাদের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে তদন্তের পর ক্ষয়ক্ষতির সম্পূর্ণ পরিমাণ নির্ধারণ করা যাবে।’

ক্ষতিগ্রস্ত ব্যবসায় প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে আবদুল বাতের চায়ের দোকান, নুরু বকাউলের ভাতের হোটেল, আনাছের মিষ্টির দোকান, আলী আহমেদের ফলের দোকান, হেলালের মুদি দোকান, হাশিম ষ্টোর/ কসমিটিকস, নয়নের মিষ্টির দোকান, শরীফের মোবাইলের দোকান, সাজুর পানের দোকান ও নুরুর ফলের দোকানসহ ১২টি ব্যবসা প্রতিষ্ঠান।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, এ অগ্নিকাণ্ডে তাদের মোট ১ কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ