Views Bangladesh Logo

ডেমরায় দাঁড়িয়ে থাকা ১৪টি বাসে আগুন

 VB  Desk

ভিবি ডেস্ক

রাজধানীর ডেমরায় পার্ক করে রাখা কয়েকটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

আজ সোমবার (১ এপ্রিল) রাত ৮টা ৫০ মিনিটে ডেমরার ধার্মিকপাড়া এলাকার কোনাপাড়ার একটি গ্যারেজে এ আগুন লাগে।

ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের চেষ্টায় রাত ৯টা ৪৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইনস্পেক্টর মো. আনোয়ারুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করে জানান, গ্যারেজে দাঁড়ানো ১৪টি ভলভো বাসে আগুন লেগেছে। তবে, বাসে কীভাবে আগুন লেগেছে তা নিশ্চিত করতে পারেননি তিনি।

ঢাকা ফায়ার সার্ভিসের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ফয়সালুর রহমান জানান, গ্যারেজে থাকা লন্ডন পরিবহনের ১৪টি বাসে আগুন লেগেছে।

খবর পেয়ে রাত ৮টা ৫৯ মিনিটে ডেমরা ফায়ার সার্ভিসের ২টি ইউনিট প্রথমে ঘটনাস্থলে যায়। পরে সিদ্দিকবাজার থেকে আরও ৪টি ইউনিট সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ