Views Bangladesh

Views Bangladesh Logo

লেবাননের রকেট হামলায় ইসরায়েলে ভয়াবহ দাবানল

 VB  Desk

ভিবি ডেস্ক

মঙ্গলবার, ৪ জুন ২০২৪

সরায়েলের উত্তরাঞ্চলে ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে আনতে লড়াই চালিয়ে যাচ্ছে দেশটির কর্তৃপক্ষ। প্রতিবেশী দেশ লেবানন থেকে রকেট ও ড্রোন হামলা চালানোর পরপরই এই দাবানল শুরু হয়। মঙ্গলবার (৪ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানায় বার্তা সংস্থা এএফপি।

এক বিবৃতিতে ইসরায়েলি পুলিশ বলেছে, দাবানলের আগুন নিয়ন্ত্রণে অগ্নিনির্বাপক ইউনিট কাজ করে যাচ্ছে। কিরিয়াত শমোনা থেকে বেশ কিছু বাড়ির বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, অগ্নিনির্বাপক দলের সদস্যদের সহযোগিতায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। ঘন ধোঁয়ার কারণে আইডিএফের ছয় রিজার্ভ সৈন্য সামান্য আহত হয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনী আরও জানায়, যেসব জায়গায় আগুন লেগেছে সেনাবাহিনী তা নিয়ন্ত্রণে আনতে পেরেছে। এই মুহূর্তে কোনো মানুষের জীবন ঝুঁকিতে নেই।

এ ব্যাপারে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে বলা হয়েছে, তারা সেনাবাহিনীর সাথে দাবানলের বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে উল্লেখ করা হয়, লেবাননের রকেট হামলার পর সোমবার এই আগুনের সূত্রপাত হয়।

এদিকে প্রতিশোধ হিসেবে দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে হামলা চালানোর কথা জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ