Views Bangladesh Logo

গাজীপুরে কাঁচামালের বাজারে আগুন, ১৪ দোকান পুড়ে ছাই

 VB  Desk

ভিবি ডেস্ক

গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকায় কাঁচামালের বাজারে লাগা আগুনে ১৪টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার (২৯ জানুয়ারি) সকাল ৮টার দিকে ভোগড়া বাইপাস এলাকার শামসুদ্দিন সরকারের রান্নাঘরের বাজারে এ ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডের সঠিক কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি বলে জানান গাজীপুরের ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ মামুন।

তিনি আরও জানান, আজ সকাল ৮টার দিকে রান্নাঘরের বাজারে আগুন লাগে। খবর পেয়ে গাজীপুর চৌরাস্তা আধুনিক ফায়ার স্টেশন থেকে তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আধা ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনে ৪০০টি দোকানের মধ্যে ১৪টি পুড়ে ছাই হয়ে যায়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ