শেওড়াপাড়া কাঁচাবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় অধিকাংশ দোকান পুড়েছে
রাজধানীর মিরপুরের শেওড়াপাড়া কাঁচাবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ওই বাজারের অধিকাংশ দোকান পুড়ে গেছে। পরে ফায়ার সার্ভিসের আটটি ইউনিটের ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাত ২টা ৪২ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ফায়ার সার্ভিস।
এ বিষয়ে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার রাকিবুল ইসলাম জানান, ‘শেওড়াপাড়া মেট্রো স্টেশনের পাশে বেগম রোকেয়া সরণির ওই মার্কেটের একটি দোকানে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে প্রথমে ৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও ৪টি এবং এরপর আরও একটি ইউনিট যোগ দেয়। মোট ৮টি ইউনিটের ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।’
তিনি জানান, ভোর ৫টা ৫০ মিনিটে আগুন পুরোপুরি নিভিয়ে ফেলা হয়। তবে আগুন লাগার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির নির্দিষ্ট পরিমাণ এখনও জানা যায়নি।
এদিকে ব্যবসায়ীরা জানিয়েছেন, মার্কেটের অধিকাংশ দোকান পুড়ে যাওয়ায় বিপুল আর্থিক ক্ষতি হয়েছে।
স্থানীয় বাসিন্দা হারুনুর রশিদ জানান, ‘মাঝরাতে ঘর ধোঁয়ায় ভরে গেলে আমাদের সবার ঘুম ভেঙে যায়। পরে বের হয়ে দেখি মার্কেটে দাউ দাউ করে আগুন জ্বলছে। আগুনে একটি ছয়তলা ভবনের নিচতলায় অবস্থিত কয়েকটি দোকানও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান তিনি।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে