Views Bangladesh Logo

কুয়েতে শ্রমিকদের আবাসিক ভবনে আগুন, নিহত ৪১

 VB  Desk

ভিবি ডেস্ক

কুয়েতের দক্ষিণাঞ্চলীয় মাঙ্গাফ শহরে শ্রমিকদের একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৪১ জন নিহত হয়েছেন। দেশটির উপ-প্রধানমন্ত্রী শেখ ফাহাদ ইউসুফ সৌদ আল-সাবাহর বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

মেজর জেনারেল ইদ রাশেদ হামাদ জানিয়েছেন, স্থানীয় সময় বুধবার (১২ জুন) সকাল ৬টায় কর্তৃপক্ষকে অগ্নিকাণ্ডের বিষয়টি জানানো হয়।

রাষ্ট্রীয় টেলিভিশনকে অপর এক সিনিয়র পুলিশ কমান্ডার বলেন, ‘যে ভবনে আগুন লেগেছে সেটি শ্রমিকদের থাকার জন্য ব্যবহৃত হতো। অগ্নিকাণ্ডের সময় সেখানে প্রচুর শ্রমিক ছিল। কয়েক ডজন লোককে উদ্ধার করা হয়েছে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আগুনের ধোঁয়ায় শ্বাসকষ্টের ফলে অনেক লোক মারা গেছে।’

নিহত শ্রমিকদের কর্মসংস্থানের ধরন বা আগুনের উৎপত্তিস্থল সম্পর্কে বিস্তারিত কিছু না জানিয়ে তিনি আরও বলেন, ‘অনেক শ্রমিককে গাদাগাদি করে আবাসনে না রাখার বিষয়ে আমরা সব সময় সতর্ক করে থাকি।’

এদিকে এ দুর্ঘটনার জন্য ভবন মালিকদের দায়ী করেছেন উপ-প্রধানমন্ত্রী।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ