Views Bangladesh

Views Bangladesh Logo

সুন্দরবনের আগুন নেভানোর কাজ শুরু করেছে ফায়ার সার্ভিস

 VB  Desk

ভিবি ডেস্ক

রবিবার, ৫ মে ২০২৪

বাগেরহাটের পূর্ব সুন্দরবনের চাদপাই রেঞ্জের আমুরবুনিয়া জঙ্গলে লাগা আগুন নেভাতে কাজ শুরু করেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। গণমাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করেছেন সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) কাজী মুহাম্মদ নুরুল করিম।

তিনি বলেন, শনিবার (৪ এপ্রিল) বিকালে সুন্দরবনে আগুন লাগার খবর আসে। এরপর বন বিভাগের স্টাফরা, সিপিজি, মোড়েলগঞ্জ ফায়ার সার্ভিস এবং স্থানীয় গ্রামবাসী আগুন নেভানোর কাজে আংশ নেয়।

ডিএফও আরও বলেন, প্রায় দুই কিলোমিটার দূরে ভোলা নদী থেকে পানি এনে আগুন নেভানোর কাজ করা হচ্ছে। যেন আগুন বনের মধ্যে ছড়াতে না পারে এজন্য প্রায় দুই কিলোমিটার এলাকাজুড়ে ফায়ার লেন কাটা হয়েছে।

তবে এখন পর্যন্ত আগুনে কী পরিমাণ গাছপালা পুড়ে গেছে তা জানতে পারেনি বন বিভাগ।

প্রসঙ্গত, শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে পূর্ব সুন্দরবনের আমুরবুনিয়া টহল ফাঁড়ি সংলগ্ন লতিফের চিলা এলাকায় এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ