Views Bangladesh Logo

ভাঙা গাছ সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ফায়ার সার্ভিস কর্মীর মৃত্যু

 VB  Desk

ভিবি ডেস্ক

খাগড়াছড়িতে ঝড়ে রাস্তায় ভেঙে পড়া গাছ কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ফায়ার সার্ভিস কর্মীর মৃত্যু হয়েছে।

সোমবার (২৭ মে) রাত আনুমানিক ১১টার দিকে জেলার আলুটিলা এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত রাসেল হোসেন (২০) ঢাকার ধামরাইয়ের আব্দুল রাজ্জাকের ছেলে।

খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাজেশ বড়ুয়া জানান, ঘূর্ণিঝড় রিমলের প্রভাবে আলুটিলার বিভিন্ন স্থানে সড়কে গাছ ভেঙে পড়ে। সেগুলো কাটার সময় ৩৩ হাজার ভোল্টের তারের সঙ্গে স্পৃষ্ট হয়ে দুর্ঘটনাটি ঘটে।

তিনি আরও বলেন, সঙ্গে সঙ্গেই তাকে উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ