Views Bangladesh

Views Bangladesh Logo

ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেলে আবারও আগুন, পুড়েছে ওষুধ-যন্ত্রপাতি

 VB  Desk

ভিবি ডেস্ক

বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪

রিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের স্টোর রুমে আগুন লেগে ওষুধ ও বিভিন্ন যন্ত্রপাতি পুড়ে গেছে। এ নিয়ে গত দেড় মাসে হাসপাতালটিতে তিনবার আগুন লাগার ঘটনা ঘটল।

আজ বৃহস্পতিবার (১৬ মে) সকাল ৮টার দিকে হাসপাতালটির দ্বিতীয় তলার স্টোর রুমে আগুন লাগে। ফায়ার সার্ভিসের সহায়তায় আধা ঘণ্টার মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মো: কামরুল আহসান তালুকদার ও পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম।

এদিকে বারবার আগুন লাগার কারণ অনুসন্ধানে জেলা প্রশাসনের পক্ষ থেকে পাঁচ সদস্যর একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ৭ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেবে কমিটি।

ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক দীপক কুমার জানান, হাসপাতালটির দ্বিতীয় তলার স্টোর রুমটিতে হাসপাতালের ওষুধপত্র, যন্ত্রপাতি, ফ্রিজসহ নানা সরঞ্জাম রয়েছে। ফায়ার সার্ভিসের কয়েকটি টিম এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যায়নি।

জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার সাংবাদিকদের বলেন, “গত দেড় মাসে হাসপাতালে তিনবার আগুন লেগেছে। আমরা আতঙ্কিত ও শঙ্কিত। এটি এক হাজার বেডের হাসপাতাল, এসব স্থানে আগুন লাগলে বিপুল সংখ্যক প্রাণহানির আশঙ্কা থাকে।”

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ