Views Bangladesh

Views Bangladesh Logo

পেরুতে ভয়াবহ দাবানলে ১৫ জনের মৃত্যু

 VB  Desk

ভিবি ডেস্ক

মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪

পেরুতে ভয়াবহ দাবানলে কমপক্ষে ১৫ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়াও দাবানলে তিন হাজার হেক্টরের বেশি আবাদি জমি ও বন পুড়ে গেছে। সোমবার এসব তথ্য জানায় কর্তৃপক্ষ।

দেশটির প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী গুস্তাভো আদ্রিয়ানজেন বার্তা সংস্থা এপিকে বলেন, ‘মানুষের কার্যকলাপের কারণে এই আগুনের সূত্রপাত হয় এবং দেশের ২৪টি অঞ্চলের মধ্যে ২২টিতে দাবানলের প্রকোপ সক্রিয় রয়েছে।

তিনি আরও জানান, মেঘ, ধোঁয়া ও বাতাসের কারণে বিমান থেকে আগুন নেভানোর কার্যক্রম ব্যাহত হচ্ছে।

সিভিল ডিফেন্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, জুলাই থেকে এখন পর্যন্ত অগ্নিকাণ্ডে অন্তত ১৫ জন নিহত ও আরও ৯৮ জন আহত হয়েছেন। এ ঘটনায় নিহতদের মধ্যে গত দুই সপ্তাহে ১০ জনের মৃত্যু হয়েছে এবং ১ হাজার ৮০০ জনেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। প্রাণীসম্পদ খাত নিয়ে করা এক রিপোর্টের তথ্যমতে, ৩৩৪টি প্রাণী মারা গেছে।

পেরুর ন্যাশনাল ফরেস্ট অ্যান্ড ওয়াইল্ডলাইফ সার্ভিস সেরফর জানিয়েছে, জলবায়ু পরিবর্তনের প্রভাবগুলো এমন পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলছে, যা আগুনের বিস্তার লাভকে সহায়তা করছে।

সেরফরের বিশেষজ্ঞ রোমিনা লিজা বলেছেন, ‘অত্যন্ত প্রবল বাতাস এবং দীর্ঘস্থায়ী খরায় বনের গাছপালা শুকিয়ে যায়। এসব কারণে অত্যন্ত দাহ্য জ্বালানীর সৃষ্টি হয়। এটি আগুনকে দ্রুত ছড়িয়ে পড়তে সাহায্য করে।’




মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ