Views Bangladesh Logo

২০০ টন ত্রাণ নিয়ে গাজা উপকূলে ভিড়ল প্রথম জাহাজ

 VB  Desk

ভিবি ডেস্ক

সরায়েলি সামরিক বাহিনীর চালানো পাঁচ মাসের অভিযানের পর গাজা উপত্যকায় দেখা দিয়েছে দুর্ভিক্ষ। এমতাবস্থায় গাজা উপত্যকার উপকূলে ভিড়ল এই প্রথম ত্রাণবাহী জাহাজ।

রয়টার্স জানায়, শুক্রবার (১৫ মার্চ) গাজার উপকূলের কাছাকাছি দাতব্য সংস্থা ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন (ডব্লিউসিকে) এর একটি ২০০ টন খাদ্যপণ্যবাহী জাহাজ পৌঁছায়। দাতব্য সংস্থাটি শীঘ্রই আরেকটি ত্রাণবাহী জাহাজ গাজায় পাঠাবে।

আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে জানা যায়, এই ২০০ টন ত্রাণের মধ্যে রয়েছে চাল, ময়দা, মসুর ডাল এবং টিনজাত টুনা, গরুর মাংস এবং মুরগির মাংস।

সোশ্যাল মিডিয়ায় ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের কর্মকর্তার পোস্ট করা এক ভিডিও ফুটেজে দেখা যায়, একটি উদ্ধারকারী জাহাজের সঙ্গে দড়ি দিয়ে গাজা উপকূলে নোঙর করা একটি বার্জকে বাধা হয়েছে। পরে সেই বার্জ থেকে ক্রেন দিয়ে পণ্য সামগ্রীগুলোকে লরিতে বোঝাই করে নামাতে দেখা যায়।

এ ব্যাপারে সোশ্যাল মিডিয়া ‘এক্স’ এ দেওয়া এক বার্তায় ডব্লিউসিকের প্রতিষ্ঠাতা শেফ হোসে আন্দ্রেস বলেন, জাহাজটি থেকে খাদ্যসামগ্রী ১২টি লরিতে বোঝাই করা হয়েছে। আমরা কাজটি করতে পেরেছি।’

আন্দ্রেস আরও বলেন, পরবর্তীতে সপ্তাহে কয়েক হাজার টন খাদ্যসামগ্রী পৌঁছানো সম্ভব হবে কি না, সেটারই একটা পরীক্ষামূলক উদ্যোগ ছিল এটি।

ফিলিস্তিন স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, গত ৭ অক্টোবর ইসরাইলের দক্ষিণাঞ্চলে নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাস। এতে ১২ শ’র বেশি মানুষ নিহত হন। জিম্মি করে নিয়ে যাওয়া হয় ২৪২ জনকে। ওই দিন থেকে গাজা উপত্যকায় ইসরাইলের টানা বিমান ও স্থল হামলায় এখন পর্যন্ত ৩১ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন। যাদের বেশির ভাগই নারী ও শিশু। এ ছাড়া আহত হয়েছেন আরও প্রায় ৭৩ হাজার মানুষ।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ