সিলেটে ট্রাক-প্রাইভেটকারের সংঘর্ষে নিহত ৫
সিলেটে ট্রাক ও প্রাইভেটকারের সংঘর্ষে পাঁচজনের প্রাণহানির ঘটনা ঘটেছে। রোববার (২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে ওসমানীনগর উপজেলায় উনিশ মাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজনের পরিচয় এখনো পাওয়া যায়নি। তবে বাকি চারজন হলেন- নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার আমইল্লা গ্রামের সুহেল (৪০), শামীমা (৪০), ইতি বেগম (৩৫) ও আয়ান (৭)।
পুলিশ জানায়, দুর্ঘটনাস্থলেই দুইজনের এবং হাসপাতালে আরও তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন সার্কেল এসপি (ওসমানীনগর-বিশ্বনাথ) আশরাফুজ্জামান (পিপিএম)।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে