ঘূর্ণিঝড় রেমাল: চট্টগ্রাম ও বরিশাল বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধ
ঘূর্ণিঝড় রেমালের কারণে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ও বরিশাল বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা সাময়িকভাবে বন্ধ রেখেছে কর্তৃপক্ষ।
আবহাওয়া অধিদপ্তর কর্তৃক ৯ নম্বর বিপদ সংকেত জারির কারণে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে এই দুই বিমানবন্দর কর্তৃপক্ষ। সেই সঙ্গে এ পরিস্থিতিতে আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে যাত্রী এবং কর্মীদের নিরাপত্তাকে অগ্রাধিকার দেয়ার জন্য বিমানবন্দর কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়েছে।
এ ব্যাপারে চট্টগ্রাম বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তসলিম আহমেদ জানান, প্রাথমিকভাবে বিমানবন্দর কর্তৃপক্ষের ঘোষণা অনুযায়ী রোববার দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত বিমানবন্দর চলাচল বন্ধ থাকবে।
বিমানবন্দর কর্তৃপক্ষ সতর্কাবস্থায় রয়েছে বলেও জানান তিনি।
অন্যদিকে বরিশাল বিমানবন্দরের ব্যবস্থাপক সিরাজুল ইসলাম জানান, রোববার বরিশাল থেকে একটি ফ্লাইট ছেড়ে যাওয়ার কথা ছিল, যা আবহাওয়ার কারণে বাতিল করা হয়েছে।
এর আগে কলকাতা ও কক্সবাজারগামী সকল ফ্লাইট স্থগিত করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সসহ কয়েকটি এয়ারলাইন্স। এর মধ্যে বিমান বাংলাদেশ ছাড়াও রয়েছে ইউএস বাংলা এয়ারলাইন্স ও নভোএয়ার এয়ারলাইন্স।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে